সাম্প্রতিক বন্যায় দেশের বানভাসী মানুষের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সিডনির ক্যাম্বেলটাউন বাসী। এই উপলক্ষে স্থানীয় সময় রবিবার সকাল ৯ টায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে তহবিল সংগ্রহের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়।
এর আগে গত ২৬ জুন (রবিবার) সন্ধ্যায় ক্যাম্বেলটাউনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা এক মতবিনিময় সভায় সাম্প্রতিক বন্যায় দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ঐক্যমত পোষণ করে প্রতিটি অঞ্চলের অধিবাসীদের নিয়ে সাব কমিটি গঠন করে। ঐ সভায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সম্মতিক্রমে তাদের চ্যারিটি ব্যাংক একাউন্টে তহবিল সংগ্রহ করা হবে বলেও সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে লিফলেট বিতরন, জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদ ও অন্যান্য কমিউনিটি ও সামাজিক মাধ্যমে বানভাসীদের জন্য তহবিল সংগ্রহ করা হয়। আয়োজক কমিটি ঈদুল আযহায় পশু কুরবানির মাংস ও অন্যান্য খাবার সকালের নাস্তায় দান করার জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডি প্রতিদিন/হিমেল