মালয়েশিয়ায় আন্তর্জাতিক মানের ক্যানব্রিজ কারিকুলামে পরিচালিত ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আই আই ইউ এম) কালচারাল সেন্টারের বলরুমে বাংলাদেশি ২৫ জন শিক্ষার্থীসহ ৩৪টি দেশের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এসময় এক মিলন মেলায় পরিণত হয়।
এছাড়াও বাংলাদেশি ১৭ জন কৃতি শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জন করায় তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের অভিবাবক ও শিক্ষক এসোসিয়েশন এর প্রেসিডেন্ট দাতুক নূরুশাহদাহ অথমান, জিওম্যান্ট্রিকা এডুকেশন গ্রুপের ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর নাজিরাহ মুহাইজি, জিও গ্লোবাল ম্যানেজম্যান্ট এসডিএন বিএইচডি এর চেয়ারম্যান প্রফেসর মাজরিন রোহিজাক চে রোজ, হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রি বাংলাদেশ'র আ. মালিক তালুকদার, জিও গ্লোবাল ম্যানেজম্যান্ট এর ড. আশরাফুল আজম খান, প্রিন্সিপাল এন্ড রেজিস্ট্রার প্রফেসর ড. নূর ইয়াসমিন জামালুদ্দিন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা এ কামাল বাহরি বিন আবু।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন । স্কুলটির শিক্ষা কার্ষক্রম ও পরিচালনায় রয়েছেন বাংলাদেশি সিও এবং প্রিন্সিপালসহ একঝাক শিক্ষক মণ্ডলী। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীগন মনমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনসহ বিভিন্ন পারফর্ম করে উপস্থিত সকলকে মাতিয়ে তুলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ