ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 'ইয়ুথ বেঙ্গল ক্লাব' মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট ২০২২। রবিবার (১৭ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়েই শেষ হয় এই টুর্নামেন্ট।
খেলায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিকে (আই আই ইউ এম) ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিডিএফসি মালয়েশিয়া। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং উভয় দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও মেডেল পরিয়ে দেন উপস্থিত অতিথি বৃন্দ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাসেদ বাদল, ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খাঁন, মাহবুব আলম শাহ, জাহিদুর রহমান টিপু, জসীম উদ্দিন, আল আমিন আবুল কালামসহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ।
ইয়ুথ বেঙ্গল ক্লাবের সদস্য মোস্তফা ইমরান রাজু, আলি হায়দার মিতু, দুলাল আহমে ও নাহিদ মুন্সির পরিচালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির খেলোয়াড় অন্তর এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড় সাইফ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ