প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ‘তলোয়ারের বিপরীতে রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়ানো’ ও ‘আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করব?’ বক্তব্যে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে ফিনল্যান্ড শাখা বিএনপি।
সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, এমন বক্তব্য আত্মঘাতী, অপরিণামদর্শী, অগ্রহণযোগ্য এবং সহিংসতাকে উস্কে দেওয়ার শামিল। নির্বাচন কমিশন রাষ্ট্রের একটি দায়িত্বশীল সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই নির্বাচন কমিশন এখন সরকারের আজ্ঞাবহ ও আনুগত্যকারী প্রতিষ্ঠানে পরিণত হয়ে আবোল তাবোল বকছে।
ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এবং হতেও পারে না। তাই অবিলম্বে বিনা ভোটের সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।
সংবাদ মাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদ মুন্না, তাপস খান, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল