বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৭৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবির হোসেন, সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সাফায়েত হোসেন, ১ নং সহসভাপতি লন্ডন প্রবাসী সাইদুল ইসলাম, ১ নং যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুল হক রিয়াদ,১ নং সাংগঠনিক সম্পাদক লন্ডন প্রবাসী সাইদুজ্জামান।
প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর স্বাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি হিসেবে ১৪ জন, যুগ্মসাধারণ সম্পাদক ১৩ জন, সাংগঠনিক সম্পাদক ১০, সম্পাদক ২১ ও সহসম্পাদক ১৫ জন।
প্রবাসী অধিকার পরিষদের কমিটি নিয়ে প্রধান উপদেষ্টা রুল হক নুর বলেন, ‘বিদেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য হলেও তারা নানা ক্ষেত্রে উপেক্ষিত। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও দেশ-জাতিকে এগিয়ে লক্ষ্যেই এই সংগঠন।’
বিডি প্রতিদিন/নাজমুল