নবগঠিত নারায়নগঞ্জ জেলা সমিতি অব নর্থ আমেরিকা'র কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান পেরেস মিরণায়তনে আগামী ২৪ জুলাই সন্ধ্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সমিতির সভাপতি মোহাম্মদ মজিবর এবং সেক্রেটারি মোস্তফা জামাল টিটো জানান, প্রবাস প্রজন্মে নারায়নগঞ্জের ইতিহাস-ঐতিহ্য তথা বাঙালির সুমহান ঐতিহ্যকে বিচ্ছুরিত রাখার অভিপ্রায়ে শপথ নেবেন নতুন কমিটির কর্মকর্তারা।
জানা গেছে, শপথ গ্রহণ পর্বে প্রধান অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম। আর গানে গানে উপস্থিত সকলকে ভাসিয়ে নেবেন দেশ ও প্রবাসের জনপ্রিয় সব শিল্পীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ