১২ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। এখনও গঠিত হয়নি নতুন কমিটি। এ শূন্যতার মধ্যেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত স্টেটসমূহে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ম্যাসেচুসেটস স্টেটের কমিটি হয়েছে। ১৪ জুলাই অনুমোদিত কানেকটিকাট স্টেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে আছেন সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বর আহ্বায়ক কমিটি দেয়া হয়েছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই কমিটি পরিপূর্ণতা পেয়েছে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক) আনোয়ার হোসেন খোকনের মাধ্যমে।
৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ছাড়াও ৯ সদস্যের উপদেষ্টা কমিটির অনুমোদন দিয়েছেন মহাসচিব। ড. গোলাম চৌধুরী ইকবালকে প্রধান উপদেষ্টা এবং আশফাকুল তরফদার, আব্দুল মান্নান চৌধুরী, সফিউল আলম, তোফায়েল রহমান তপন, আব্দুল ওয়াদুদ, নুরুল আমিন, আলমগীর আলম ও বেলায়েত হোসেনকে উপদেষ্টা করা হয়েছে।
কার্যকরী কমিটিতে আরও আছেন সিনিয়র সহ-সভাপতি এডভোকট ছালেহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি সেহেলুর রহমান স্বপন, শরিফুল আহসান হেলাল, এম এ হাশেম ও সেলিম সুলতান। যুগ্ম সাধারণ সম্পাদক রাফি আহমেদ ও আরিফুল ইসলাম নিপুণ, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার রহমান (আরিফ), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর লাভলু ও লিখন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আশিকুজ্জামান কল্লোল, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান অপু, অর্থ সম্পাদক এম রহমান রাজু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রওনক আফরোজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু নাসের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ সাদমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হেমন্ত পালমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদুর রহমান দিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা রেশমী আক্তার।
সদস্যরা হলেন মোহাম্মদ এম হোসেইন মিলন, মাসুদ রানা, মিনাল চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ উদ্দিন মুকুল, সুলতান উদ্দিন খান, মামুন ইকবাল, মতিউর রহমান, শাহ্ ফাহিম ইসলাম, হাজেরা আক্তার, শরিফ খান, মাহফুজ রহমান, রেজিয়া বেগম, নাহিদ জামান, কল্লোল মিঠুন, মো. মকবুল হোসেইন, রবিউল আলম সুমন, তাহেরা আহমেদ, প্রদীপ সরকার ও মোহাম্মদ সোহেল।
বিডি প্রতিদিন/ফারজানা