বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার কার্যকর কমিটির সদ্যসরা গত ১৮ জুলাই (সোমবার) সন্ধ্যায় একটি জুম মিটিং এর আয়োজন করে। উক্ত মিটিংয়ে বিগত দিনের কর্মকাণ্ডে সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকল কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন এবং সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি শিরিন আক্তার মুন্নি। সভায় দীর্ঘ আলোচনার পর সকল সদস্যদের সম্মতিক্রমে নিম্নের অনুষ্ঠানগুলোর তারিখ চূড়ান্ত করা হয়।
১০ ডিসেম্বর ২০২২ লেডিস ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারদের নিয়ে "পিকনিক ২০২২" আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।
১১ মার্চ ২০২৩ বিশ্ব নারী দিবস পালন উপলক্ষ্যে একটি সেমিনার ও বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের নিয়ে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৪ মে ২০২৩ গুড মর্নিং বাংলাদেশের সাথে যৌথ ভাবে ক্যান্সার কাউন্সিল এর ফান্ড রেইজিং এর জন্য গ্লেনফিল্ড এলাকায় মর্নিং ব্রেকফাস্ট এর আয়োজনের ব্যাপারে সম্মতি গ্রহণ করা হয়।
১৪ অক্টোবর ২০২৩ "লেডিস ক্লাব মিনাবাজার" আয়োজন করার তারিখ চূড়ান্ত করা হয়।
উক্ত সভায় এই অনুষ্ঠানগুলো সফল ভাবে সম্পাদন করার জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয় এবং বিগত দিনগুলিতে যারা নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন