২৮ নভেম্বর, ২০২২ ১৩:৩২

হিথ্রো থেকে আকাশে উড়ে যান্ত্রিক ত্রুটির জন্য হিথ্রোতেই ফিরে গেল বিমান

যুক্তরাজ্য প্রতিনিধি

হিথ্রো থেকে আকাশে উড়ে যান্ত্রিক ত্রুটির জন্য হিথ্রোতেই ফিরে গেল বিমান

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর আবারো হিথ্রোতে অবতরণ করেছে। এই খবর নিশ্চিত করেন ফ্লাইটে থাকা সাঈম চৌধুরী নামের একজন যাত্রী।

জানা যায়, লন্ডন সময় সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমান ২৯৮ জন যাত্রী নিয়ে হিথ্রো থেকে রওনা করে বাংলাদেশের উদ্দেশে। ৩০ মিনিট ওড়ার পর বিমানের ফুয়েল ইন্ডিকেটর পরিমাপের যে কাটা সেটি কাজ করছিলো না। যান্ত্রিক এই ত্রুটির কারনে রাত ৮টার দিকে আবারও বিমানটি ফিরে আসে হিথ্রোতে।

এই খবরে আতঙ্ক ছড়িয়ে পরে বিমানে আগুন ধরেছে। বিমানে থাকা সাঈম চৌধুরী জানান, তাদেরকে বলা হয়নি কেনো হিথ্রোতে ফিরিয়ে আনা হয়েছে। তবে বিমানের একজন কর্মকর্তা নিশ্চিত করেন, বিমানটি ফুয়েল ইন্ডিকেটর সমস্যায় ফিরিয়ে আনা হয়েছে। ইঞ্জিনিয়ার দিয়ে ফ্লাইট স্টল করে রাত ১১টা ১০ মিনিটে সিলেটের উদ্দেশে বিমানটি ছাড়া হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর