৩০ নভেম্বর, ২০২২ ১৫:৩৪

সিডনিতে মধ্যরাতে গানের আসর

নাইম আবদুল্লাহ

সিডনিতে মধ্যরাতে গানের আসর

প্রবাস মানে বিদেশ বা দূরদেশ, প্রবাস মানে বাবা-মা বিহীন বছরের পর বছর কাটিয়ে দেয়া, প্রবাস মানে দেয়ালবিহীন কারাগার, প্রবাস মানে শত দুঃখ কষ্টের সঙ্গে বিরামহীন জীবন যুদ্ধ। 

সিডনিতে প্রতি শুক্রবারে ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁয়ে গেলেই একদল আড্ডাবাজ গান পাগল প্রবাসী জড় হয় মার্কেটের পাশে একটি নিদিষ্ট খোলা জায়গায়। সপ্তাহ জুড়ে কর্মস্থল আর পারিবারিক ব্যস্ততা ভুলে গিয়ে গান আর আড্ডার মশগুলে বিভোর থাকে ভোর রাত অবধি। সবাই যেন ফিরে পায় কৈশোর আর যৌবনের ফেলে আসা সেই দিনগুলি। প্রাণ খুলে একের পর এক চলে বাউল গান আর আড্ডা। সবাই ভুলে থাকে আগামী ভোরের ব্যস্ততা। তারপর চলে ভরপেট খাওয়া দাওয়া।

ভোরের আলো ফোঁটার আগেই সবাই ফিরে যায় প্রতিদিনের কর্মব্যস্ততায়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর