মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তারা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাজ করছেন। সেই প্রবাসীদের সেবায় সার্বক্ষণিক কাজও করছে হাইকমিশন। এ ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য দূতাবাসের নতুন পাসপোর্ট শাখায় ই-পাসপোর্টের সব ধরনের কার্যক্রম এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আছে।
স্থানীয় সময় শুক্রবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত প্রবাসী সাংবাদিকরা নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন হাইকমিশনার।
হাইকমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় হাইকমিশনার প্রবাসীদের ই-পাসপোর্টসহ বিভিন্ন আধুনিক সেবা ও সুবিধা গ্রহণ করতে এবং বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠাতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা হাইকমিশনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। প্রবাসীদের দ্রুত পাসপোর্ট ডেলিভারি দেয়া, মধ্যস্বত্বভোগীদের কবলে পড়ে নতুন করে কলিং ভিসায় আসা বেকার শ্রমিকদের চাকরির ব্যবস্থা, বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেয়া, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ, শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের ভূমিকা গ্রহণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় হাইকমিশনকে আরও বেশি সচেতন হওয়াসহ নানা বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সাংবাদিক প্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/বাজিত