সিডনির মিন্টুতে জমিদার বাড়ির উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৫ টায়
জমিদার বাড়ি রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারের পরিচালক নূরুল ইসলাম শাহীন জানান, বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতির জন্য আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছি না এবং আমাদের উদ্বোধনী দিনের বিক্রিত সমুদয় অর্থ বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য অনুদান হিসাবে পাঠানো হবে।
জমিদার বাড়ি প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল