বিশ্বব্যাপী অভিবাসী নাট্যশিল্পীদের মাঝে একটি কার্যকর বোঝাপড়া ও যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিশ্ব নাট্যপরিমণ্ডলে বাংলা নাটকের মর্যাদা সমুন্নত করার অভিপ্রায়ে আগামী বছরের ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। ‘উৎসবে আনন্দে প্রতিবাদে বাংলা থিয়েটার’ স্লোগানে ‘অভিবাসের নাটক ২০২৬’ শীর্ষক এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব থেকে ১০টি নাট্যদল অংশগ্রহণ করবে।
তবে প্রস্তুতির এই দীর্ঘ সময়ে নিশ্চয়ই আরও কিছু নাট্য সংগঠনের সম্পৃক্তি ঘটবে এই উৎসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় ৪ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত উৎসবের লোগো উন্মোচনী অনুষ্ঠানে। এ সময় কেন এমন আয়োজন তার প্রেক্ষাপট উপস্থাপন ছাড়াও উৎসবের জন্য গঠিত দুটি কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।
উৎসব নির্বাহী কমিটির আহ্বায়ক বিটিএর মোহাম্মদ কবির, সদস্য-সচিব ড্রামা সার্কেলের আবির আলমগীর। অর্থ ব্যবস্থাপনায় শামিম মামুন লিটন এবং সদস্যরা হলেন রোকেয়া রফিক বেবি, জহির মাহমুদ, ডা. ফারুক আজম, সারোয়ার হারুন, মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রণি, সীতেশ ধর, এজাজ আলম এবং আন্তর্জাতিক যোগাযোগ ও সমন্বয়ক শামসুল আলম বকুল।
সদস্যদের মধ্যে আরও আছেন আলমগীর চঞ্চল, আহসান উল্লাহ, আনিকা মাহিন, আনোয়ার সেলিম, বাবর খাদেমী, বসুনিয়া সুমন, চন্দন চৌধুরী, জেফ হোসেন, কান্তা আলমগীর, লায়লা ফারজানা, মিল্টন আহমেদ, নজরুল ইসলাম, শারমিন রেজা ইভা, প্রতিমা সুমি, রিপা আহমেদ, রিপন শওকত, স্বাধীন মজুমদার, শিরিন বকুল, সফিউল আলম, স্বপ্না কাউসার, সুলতানা খান, শেখ তানভির আহমদ, সুলতান বোখারী, তাহমিনা মোস্তফা এবং জিয়াউল হাসান।
নাট্যাভিনেত্রী শারমিন রেজা ইভার সঞ্চালনায় এবং ঢাক ও ঢোলের বাদ্যে মনোরম এক পরিবেশে লোগো উন্মোচনী পর্বে সূচনা বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব শামসুল আলম বকুল। তিনি জানান, এই উৎসবের ফাঁকে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা নাট্যকর্মীদের একটি প্রতিনিধি সম্মেলনও অনুষ্ঠিত হবে। এ উৎসবের আয়োজক হচ্ছে সম্মিলিতভাবে নিউইয়র্কের নাট্য সংগঠন : বিটিএ, ঢাকা ড্রামা, ড্রামা সার্কেল, থিয়েটার থিয়েটার, ক্রিস্টি, বাংলা থিয়েটার নিউইয়র্ক, শিল্পাঙ্গন, থিয়েটার ৭১, এপিক অ্যাক্টরস ওয়ার্কশপ, ব্ল্যাক ফিল্ম এবং নাগরিক নাট্যাঙ্গন এনসেম্বল।
এ সময় তাহমিনা মোস্তফা, কান্তা আলমগীর, সিফাতউদ্দিন সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনের পাশাপাশি সৈয়দ শামসুল হকের কালজয়ী নাটক ‘নূরলদিনের সারাজীবন’ থেকে অভিনয় করেন বসুনিয়া সুমন। শুরুতে গতবছর যেসব নাট্যকার, নির্দেশক, পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী মারা গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        