এবার শেখ রেহানার ছোট কন্যা ও টিউলিপ সিদ্দিকের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে ফ্ল্যাট উপহার নেওয়ার প্রমাণ পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও সানডে টাইমস। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়, ২০০৯ সালে যখন আজমিনা সিদ্দিকের বয়স ১৮, তখন তাকে হ্যাম্পস্টেডের ফিনচলে রোডের একটি ফ্ল্যাট উপহার দেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি। ওই বছরই আজমিনা সিদ্দিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়তে যান।
শেখ হাসিনার ঘনিষ্ট ছিলেন মঈন গনি বলেও সানডে টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়। তবে ফ্ল্যাটটির দলিলে কোন আর্থিক লেনদেনের মাধ্যমে মালিকানা আজমিনার নামে নেয়ার প্রমাণ পাওয়া যায়নি। যিনি এই ফ্ল্যাট উপহার দিয়েছেন, সেই মঈন গনিকে ২০২১ সালে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি দলে যুক্ত করে। তার আগে আওয়ামী লীগের মেয়াদেই বিভিন্ন সময় তিনি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করেছেন বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।
রিপোর্টে আরও বলা হয়, হ্যাম্পস্টেডের এই ফ্ল্যাটের ঠিকানা ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টিউলিপ সিদ্দিক ব্যবহার করেছেন। কোম্পানি হাউজ থেকে শুরু করে বিভিন্ন চ্যারিটির ট্রাস্টি হিসাবে এটি তিনি ব্যবহার করেন। এছাড়া টিউলিপের স্বামীরও ২০১৬ সাল পর্যন্ত এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আজমিনা সিদ্দিক এই ফ্ল্যাট ২০২১ সালে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করে দেন বলে প্রমাণ পেয়েছে সানডে টাইমস।
এ অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক সানডে টাইমসকে বলেছেন, তিনি তার বোনের বাসার ঠিকানা ব্যবহার করেছেন ও থেকেছেন। এখানে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালেও লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট টিউলিপ উপহার হিসেবে পেয়েছিলেন বলে গত ৩ জানুয়ারি এক প্রতিবেদনে জানায় ফিনান্সিয়াল টাইমস। ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        