নিউইয়র্কের জ্যাকসন হাইটে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় জুইস সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল আন্তর্জাতিক অভিবাসী নাট্যোৎসবের অফিসিয়াল লোগো অবমুক্তি। এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে অভিবাসী বাংলা নাটকের নাট্যকর্মীদের ভার্চুয়াল প্লাটফর্ম থিয়েটার সাপোর্ট গ্রুপ। আর উৎসব আয়োজক হলো নিউইয়র্কের নাট্যদল ও নাট্যকর্মীবৃন্দ। এই উৎসবের শিরোনাম হলো “অভিবাসের নাটক ২০২৬”।
সমবেত কণ্ঠে আনন্দলোকে মঙ্গলালোকে গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। গানে কণ্ঠ প্রদান করেন তাহমিনা মোস্তাফা, কান্তা আলমগীর, সিফাত পলক, মিতালী দাশ। তবলায় ছিলেন ফিলিপ লিটল। 
এরপর ২০২৪ সালে প্রয়াত দুই বাংলার নাট্যজনসহ সকল প্রয়াত সকল নাট্যজনদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ডাঃ ফারুক আজম একটি লিখিত শোক প্রস্তাব পাঠ করেন এবং শ্রদ্ধাজ্ঞাপন প্রক্রিয়াটি সঞ্চালনা করেন সৈয়দ জাকির আহমেদ রনি ও এজাজ আলম। 
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য এ যাবৎ দুটি টিম গঠন করা হয়েছে। একটি হলো উৎসব নির্বাহী টিম অন্যটি উৎসব বাস্তবায়ন টিম। ১২ সদস্য নির্বাহী টিমের সদস্যরা হলেনঃ 
আহবায়ক মোহম্মদ কবীর, সচিব আবীর আলমগীর, অর্থ বাবস্থাপনা শামীম মামুন লিটন, আন্তর্জাতিক যোগাযোগ ও সমন্বয়ক শামসুল আলম বকুল, সদস্য জহির মাহমুদ, রোকেয়া রফিক বেবী, ডাঃ ফারুক আজম, সারওয়ার হারুন, মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রনি ও এজাজ আলম । 
 
 উৎসব বাস্তবায়ন টিমের সদস্যরা হলেনঃ আলমগীর চঞ্চল, আহ্সান উল্লাহ, আনিকা মাহীন, আনোয়ার সেলিম, বাবর খাদেমী, বসুনিয়া সুমন, চন্দন চৌধুরী, জেফ হোসেন, কান্তা আলমগীর, লায়লা ফারজানা, মিল্টন আহমেদ, নজরুল ইসলাম, প্রতিমা সুমি, রিপা আহমেদ, রিপন শওকত রহমান, স্বাধীন মজুমদার, শারমীন রেজা ইভা, শিরীন বকুল, শফিউল আলম, সপ্না কাউসার, সুলতানা খান, শোখ তানভির আহমেদ, সুলতান বোখারী, তাহমিনা মোস্তাফা, জিয়াউল হাসান এবং 
শুক্লা রায়।
এরপর শামসুল আলম বকুল থিয়েটার সাপোর্ট গ্রুপ গঠনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন। বর্তমানে এই গ্রুপে ৭টি দেশের মোট ৩২টি নাট্যদল এবং ১৩১ জন নাট্যকর্মী যুক্ত রয়েছে। এই ভার্চুয়াল গ্রুপ থেকে ২০২২ সালে ২৭ মার্চে একটি নাটকের পোষ্টার প্রদর্শনী করা হয়। এই প্রদর্শনীতে ১০ দেশ থেকে মোট ১৭৫টি পোস্টার প্রদর্শন করা হয়। 
উৎসব টিমের আহবায়ক মোহম্মদ কবীর এরপর আনুষ্ঠানিকভাবে এই নাট্যোৎসবের ঘোষনা। ঘোষণার সাথে সাথে ঢাকের বাদ্য বেজে উঠে এবং হল ভর্তি দর্শক করতালি দিতে থাকেন। 
 
উৎসব সচিব আবীর আলমগীর খসড়া উৎসব গরিকল্পনার তুলে ধরেন সবার সামনে। ২০২৬ এর অক্টোবরের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত এই উৎসব উদযাপন করা হবে। উৎসবে ৫টি দেশ থেকে মোট ১৬ দল অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। একটি কাউন্সিল অধিবেশনসহ সেমিনার ও নাট্য কর্মশালা এর অন্তর্ভুক্ত থাকবে। 
এরপর আনুষ্ঠানিকভাবে উৎসব লোগো অবমুক্ত করা হয়। লোগোর অঙ্কন শিল্পী মিথুন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই লোগোটি উৎসব আহবায়ক মোহম্মদ কবীর ও সচিব আবীরসআলমগীরের হাতে তুলে দেন। একই সময়ে সকল দর্শকদের গলায় উৎসব লোগো ও থিয়েটার সাপোর্ট গ্রুপের লোগো সম্বলিত ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এরপর নুরলদীনের সারাজীবন নাটক থেকে অংশবিশেষ অভিনয় করেন বসুনিয়া সুমন।
সবশেষে উৎসব আহবায়ক তার সমাপনী বক্তব্যের মাধ্যম্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        