মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বহু প্রতিক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারি ২০২৫ থেকে এই সেবা কার্যক্রম শুরু হবে। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে় সরাসরি উপস্থিত হয়ে এই সেবা গ্রহণ করা যাবে বলে বিশেষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে হাইকমিশন। ৯ জানুয়ারি ইস্যুকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকমিশন জানিয়েছে যে, মালয়েশিয়ায় বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর হতে জাতীয় পরিচয় নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড এর কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ হতে জাতীয় পরিচয় নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড এর জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণসহ সকল কার্যক্রম বাংলাদেশ হাইকশিন নং ৫বি এবং ৫সি (লট নং ৯ ও ১০), জালান সুলতান ইয়াহয়া পেত্রা, ৫৪১০০, কুয়ালালামপুর হতে সরাসরি পরিচালিত হবে।
এনআইডি নিবন্ধন ও স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য প্রবাসী বাংলাদেশীদের নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইট https://services.nidw.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরবর্তীতে উক্ত মোবাইল নম্বরে ওটিপি এবং এনআইডি সম্পর্কিত প্রয়োজনীয় এসএমএস যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগ-ইন করে আবেদনকারী তার সকল তথ্য প্রদানপূর্বক ফরম ডাউনলোড করে। পরবর্তীতে ডাউনলোডকৃত ফরম সহ নিন্মে বর্ণিত সংশ্লিস্ট কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়াতে আসতে হবে।জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র সঙ্গে রাখতে হবে। তার মধ্যে; অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২) মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট। পিতা-মাতার এনআইডি/মৃত্যু নিবন্ধন বা সনদ। অনলাইন জন্ম নিবন্ধন সনদ। শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি (বিবাহিতদের) । নাগরিকত্ব সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/সিইও ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে)। হিসাব নং-৫৬৪৪২৭৫৬০৮৭৮, বাংলাদেশ হাইকশিন, মে ব্যাংকে ফি বাবদ ৭৫ রিঙ্গিত জমাদানের স্লিপ, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া বরাবর জমা দিতে হবে। নিবন্ধিত ব্যক্তি এনআইডি অনলাইন একাউন্টে লগ-ইন করে এনআইডি কার্ডটি ডাউনলোড এবং মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে বিস্তারিত জানার জন্য বাংলাদেশ হাইকমিশনের টেলিফোন নম্বর: ৬০৩-২৬০৪০৯৪৬ / ৪৮ / ৪৯ এবং ইমেইল: [email protected] যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        