স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার যুবদল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাতে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা ইসমাইল হোসেন।
যুবদল স্পেন দক্ষিণ শাখার সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাশেমের তত্ত্বাবধানে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজি, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, কোষাধ্যক্ষ আবু শাহেন, যুবদলের সহ-সভাপতি সুমন পায়েল, যুবদল নেতা জাবেদ হোসেন সুমন, সামসুল ইসলাম, মুক্তার হোসেন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        