নিউইয়র্ক সিটির কুইন্সে সেন্ট আলবেন্স এলাকায় ২০৪ স্ট্রিট এবং মারড্কো এভিনিউতে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন ৫১ বছর বয়সী শারমেন ওয়াকার।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে পুলিশ এ তথ্য জানিয়েছে। ঘাড়, বুক এবং বাম পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর অ্যাম্বুলেন্স নিয়ে দুর্ঘটনার স্থানে পুলিশ এসেছিল। এসময় তাকে নেয়া হয় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে। কিন্তু জরুরী বিভাগের চিকিৎসকরা জানান যে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
ঘটনাস্থলের নিকটেই ২০ বছর ধরে বসবাস করছেন ড্যারেন গর্ডন। তিনি পুলিশকে জানান, টিভিতে ফুটবল খেলা দেখার সময় পরপর চারটি গুলির শব্দ শোনেন তিনি। এর কয়েক সেকেন্ড এর মাঝেই আরো চার রাউন্ড গুলির শব্দ কানে আসে তাঁর। গর্ডন আরো জানান, গুলির শব্দের আগে কোন ধরনের হৈচৈ কিংবা বাক-বিতন্ডা তিনি শোনেনি।
আরেক বাসিন্দা শারমেন ওয়াকারকে অত্যন্ত ভালো মেজাজের একজন হিসেবে উল্লেখ করেন। যেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার কাছেই একটি বেসমেন্টে বাস করতেন ওয়্কাার।
 
উল্লেখ্য, কুইন্সের ১১৩ নম্বর প্রেসিঙ্কট এলাকায় এটি হচ্ছে এ বছরের প্রথম খুনের ঘটনা। গত বছর খুনের ঘটনা ঘটেছে ৭টি। 
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        