অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আগামী ১ ও ২ অক্টোবর সিডনির ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজন করতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’।
এই এক্সপো যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা ও অস্ট্রেলিয়ান হাইকমিশন, ঢাকা। এছাড়া এতে সহায়তা করছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ।
প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল খান রতন জানিয়েছেন, ‘যোগ দিন, কানেকশন গড়ুন, এবং একসাথে গড়ে তুলুন আগামী দিনের বাণিজ্য সফলতা’-এই প্রতিপাদ্যে আয়োজিত এক্সপোটিতে অংশগ্রহণ করবেন প্রায় ৪,০০০ দর্শনার্থী। এতে থাকছে ১০০টিরও বেশি প্রদর্শনী স্টল, অংশগ্রহণ করবে ৩০টির বেশি চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সংগঠন।
এক্সপোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এক্সক্লুসিভ B2B বৈঠক, সেমিনার এবং প্রদর্শনী। আলোচিত হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ২৬টি কৌশলগত খাতসহ ৮টি গুরুত্বপূর্ণ সেক্টর, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ