মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
বৃহস্পতিবার তাদের দুই জনের মধ্যে হওয়া বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ একটি নিরাপদ, ন্যায্য কর্মসংস্থান বাস্তুতন্ত্র নিশ্চিত করতে এবং শ্রমিকদের অধিকারকে সম্মান করার ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।
মন্ত্রী ওয়াইবি স্টিভেন সিম দয়া, ন্যায়বিচার এবং কল্যাণের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণে বিদেশি কর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করে একটি নীতিগত কর্মসংস্থান গন্তব্য হিসেবে অব্যাহত রাখার জন্য মালয়েশিয়ার প্রতিশ্রুতিও নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কেএ