মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের এ সাক্ষাতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় বিভিন্ন দিক থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে, একই সাথে মালয়েশিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াইবিএইচজি দাতুক আওয়াং আলিক বিন জেমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) মহাসচিব, ওয়াইবিএইচজি দাতু' জাকারিয়া বিন শাবান, ইমিগ্রেশনের মহাপরিচালক, ওয়াইবিএইচজি দাতুক জুলকিফলি বিন আবিদিন, কেডিএন পাবলিক অর্ডার অ্যান্ড সিকিউরিটি ডিভিশন, ওয়াইবিআরএস-এর সচিব কেডিএন এর অভিবাসন বিষয়ক বিভাগের সেক্রেটারি ড. হেবাত হিসিয়াম বিন ইউসুফ এবং কেডিএন ইন্টারন্যাশনাল ডিভিশনের সেক্রেটারি মোহাম্মদ আজলান বিন রাজালি।
বিডি-প্রতিদিন/শআ