মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার যুবক মহসিন হোসেন মিথুন (৩৩)। শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
নিহত মিথুন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারেস আকনের ছেলে। সম্প্রতি ছুটি কাটিয়ে আবার মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, রাত আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে আনার বিষয়ে পরিবারের সদস্যরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক