বেলজিয়ামের লিয়েজ শহর যেন একদিনের জন্য রূপ নিয়েছিল ছোট্ট এক বাংলাদেশে। প্রবাস জীবনের যান্ত্রিকতা ভুলে শত শত প্রবাসী বাংলাদেশি মিলিত হয়েছিলেন এক অনন্য ঈদ পুনর্মিলনীতে, যেখানে ছিল আবেগ, স্মৃতি, সংস্কৃতি আর সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন।
স্থানীয় সময় রবিবার লিয়েজের একটি সুসজ্জিত অডিটোরিয়ামে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, যা পরিণত হয় প্রবাসে এক শক্তিশালী ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটির পরিচিত দুই মুখ সাইদুর রহমান লিটন ও মাসুদ মোড়ল। প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুবিনুল কবীর (মিনিস্টার) ও আলমগীর হোসেন (ইকোনমিক কাউন্সেলর)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইদুর রহমান লিটন, কমিউনিটির বর্ষীয়ান নেতা সানোয়ার আলী সিদ্দিক ও ডা. আহসান হাবীব প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম বলেন, 'আপনারা যেখানে থাকুন না কেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আপনারা দেশের সম্মান বৃদ্ধি করছেন। আজকের এই ঈদ পুনর্মিলনী শুধু উৎসব নয়, প্রবাসে আমাদের শিকড় ও দায়িত্বকে মনে করিয়ে দেয়।'
পুরো দিনজুড়ে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর। শিশুরা অংশ নেয় সাংস্কৃতিক আয়োজনে, প্রবীণেরা স্মৃতিচারণে মগ্ন হন, আর সবাই মিলে উপভোগ করেন প্রবাসে একসঙ্গে ঈদ কাটানোর বিরল সুযোগ। ছোট-বড়, নতুন-পুরাতন প্রজন্ম সবাই মিলে একাত্ম হয় এই মিলনমেলায়।
অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন মাসুদ মোড়ল। বাস্তবায়নে ভূমিকা রাখেন মো. নিজাম, ভূঁইয়া হাবিবুল হাসান সোহাগ, মিয়া জলিল মান্নান, আহম্মেদ শাজাহান, মুন্সি ময়নুল রুমান, মোহসিন হোসাইন আক্কাস, সিকদার সুজন, খান রাজীব মন্টু, হাসান মন্টু রনি ও জুয়েল।
বিডি প্রতিদিন/মুসা