প্রায় এক যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন আগামী রবিবার (২৫ মে) বিকেলে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রায় ১২ বছর পরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা মনে করছেন এই সমাবেশে প্রায় কয়েক’শ লোকের সমাগম হতে পারে।
২৫ মে বিকাল ৪টায় পেট্রোনাস টুইন টাওয়ার সংলগ্ন গীতাহ আসলি হলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং প্রধান বক্তা হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। এছাড়াও, কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান (ভার্চুয়ালি) এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহীন, মো. সেলিম হোসেন, আসলাম ফকির লিটন, সহ- আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিনসহ মালয়েশিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেকে এতে অংশ নেবেন।
স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল সিকদার জানিয়েছেন, দীর্ঘদিন পর এই ধরনের একটি কর্মসূচির ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এক প্রশ্নের জবাবে হেলাল সিকদার বলেন, ইতোমধ্যেই মালয়েশিয়ার সকল প্রদেশে সাংগঠনিক কার্যক্রম অনেকটা গুছিয়ে এনেছি। এতে করে আমাদের সংগঠন অনেকটা সুসংগঠিত হয়ে উঠেছে। তাই এই সম্মেলনকে ঘিরে আমাদের নেতাকর্মীরা উম্মুখ হয়ে আছে সমাবেশে যোগদানের জন্য।
এদিকে সম্মেলনে কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক—তা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক তরুণ প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, কারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আগামী দিনের কান্ডারী? নেতা-কর্মীদের মধ্যে এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। দল কি পুরোনোতেই ভরসা রাখবে, নাকি নতুনদের দেখা মিলবে? এমন প্রশ্ন কর্মীদের।
অন্যদিকে এবার তরুণরা নেতৃত্বে আসবেন, এমনটি বলছেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। এ জন্য আলোচনায় এগিয়ে তরুণ নেতারা। যদিও সভাপতি-সাধারণ সম্পাদক পদে একাধিক নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে।
সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম বশির আলমের নাম এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল সিকদারের নাম বেশি আলোচিত হচ্ছে। আবার কেউ কেউ মনে করছে এই দুই পদে বাড়তি কোন চমকও দেখাতে পারে দলটি।
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থীর নাম বেশ উচ্চারিত হচ্ছে। তারা হলেন, বর্তমান কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন (আল ইমরান), কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান।
বর্তমান সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কমিটি গঠনে কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবে সেই মোতাবেক কমিটি গঠন হবে।
অন্যদিকে শীর্ষ নেতারা বলছেন, স্বেচ্ছাসেবক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোনো গ্রুপিং নেই। ঐক্যবদ্ধভাবে শক্তিশালী কার্যকরী কমিটি উপহার দিতে চান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ