২৩ জানুয়ারি, ২০২০ ১১:১১

ভোট কারচুপি হলে জনগণই জবাব দেবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

ভোট কারচুপি হলে জনগণই জবাব দেবে: ইশরাক

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যদি ভোট কারচুপি হলে জনগণ তার জবাব দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিজের ১৪তম দিনের প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমরা জনগণের প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। ভোটের দিন যদি সে রকম কোনো পরিস্থিতি হয় তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কিভাবে তাদের অধিকার সংরক্ষণ করবে এবং তারা তাদের প্রতিবাদ জানাবে।

এর আগে, সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। দুপুর বারোটা পর্যন্ত ঢাবি এলাকায় প্রচারণা চালাবেন তিনি। 

সেখান থেকে দুপুর ১২টায় হাইকোর্ট মাজার গেট এলাকায় প্রচারণায় যাবেন। মাজার গেট থেকে ইশরাকের গণসংযোগে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে বেলা সাড়ে ১২টায় শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডের জুরাইন মাজারের ব্যাংক এশিয়ার সামনে থেকে গণসংযোগ শুরু করে পোস্তগোলা, জুরাইন কবরস্থান, আরসিন গেট, টিএন্ডটি ও বাংলাদেশ ব্যাংক কলোনী, গেন্ডারিয়া ডিআইটি প্লট, পাইপ রাস্তা, শীট মার্কেট, আবু হাজী প্রাইমারি স্কুল হয়ে ৫১ নং ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে এসে গণসংযোগ ও প্রচারণা শেষ হবে।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর