শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

গ্রুপ পর্বেই উরুগুয়ের বিদায়

ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্বেই উরুগুয়ের বিদায়

উরুগুয়েকে বিদায় করে নকআউট পর্ব নিশ্চিত করার আনন্দে উৎসবে মেতেছে ভেনেজুয়েলা —এএফপি

কোপা আমেরিকার অন্যতম ফেবারিট উরুগুয়ে এবার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল। গতকাল ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে গেছেন লুইস সুয়ারেজরা। ভেনেজুয়েলার পক্ষে একমাত্র গোলটি করেছেন রনডন। বার্সেলোনায় দুর্দান্ত ফুটবল খেলে আসা লুইস সুয়ারেজ কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে মোটেও আলো ছড়াতে পারেননি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরেছিল উরুগুয়ে। টানা দুই ম্যাচ হেরে তারা বিদায় নিল যুক্তরাষ্ট্র থেকে। উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল  নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। ২০১১ সালের পর আবারও কোপায়   কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল তারা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছিল জ্যামাইকাকে।

এদিকে গতকাল জ্যামাইকাকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়েছিল তারা। গতকাল দলের পক্ষে গোল করেছেন হার্নান্দেজ এবং পেরাল্টা। কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে মেক্সিকো ফেবারিটদের মধ্যে অন্যতম। তবে কোয়ার্টার  ফাইনালে   মেক্সিকোর সামনে পড়তে পারে টুর্নামেন্টের হট-ফেবারিট আর্জেন্টিনা! আজ পানামার বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। জিতলেই শেষ আট নিশ্চিত হবে তাদের। বিদায়টা এখনো বিশ্বাসই করতে পারছেন না উরুগুয়ের কোচ ওসকার তাবারেজ। বলেছেন, ‘আমরা ম্যাচটা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে মোটেও খেলতে পারিনি। এরই মূল্য দিতে হয়েছে আমাদের।’ এবারের কোপা আমেরিকা অন্যবারের চেয়ে অনেক কঠিন বলেই স্বীকার করেছেন তাবারেজ। কোপা আমেরিকা থেকে বিদায়ের পর এবার বিশ্বকাপ বাছাই পর্ব নিয়েও চিন্তিত তিনি। দলে তারকার অভাব নেই। লুইস সুয়ারেজ, এডিসন কাভানি, দিয়েগো গডিনসহ আরও অনেকে। একেকজন বর্তমান ফুটবলের বিশ্বসেরা তারকাদের অন্যতম। তবে দল মোটেও গোছাতে পারছেন না তাবারেজ। শিষ্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, এভাবে চলতে থাকলে বিশ্বকাপ বাছাই পর্বেও ব্যর্থ হতে হবে উরুগুয়েকে।

কোপা আমেরিকায় আজ মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শিকাগোর সোলজার ফিল্ডে আলবেসিলেস্তদের প্রতিপক্ষ আজ পানামা। জিতলেই শেষ আট নিশ্চিত হয়ে যাবে মেসিদের। প্রথম ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে আজ ভোরে বলিভিয়ার মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আজ হেরে গেলে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চিলিয়ানদের। আলেক্সিস সানচেজদের সামনে আজ জয়ের বিকল্প নেই। এদিকে মেক্সিকো এবং ভেনেজুয়েলা ছাড়াও কোপা আমেরিকায় এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

সর্বশেষ খবর