বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো দূর হয়নি ব্রাজিলিয়ানদের মন থেকে। সেই দলের অনেককেই এখন আর জাতীয় দলে খুব একটা ডাকা হয় না। এর মধ্যে আরও একটা ক্ষত তৈরি হলো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল ব্রাজিলিয়ানরা। ১৯৮৭ সালের পর প্রথম! ব্রাজিলের এমন দুঃখজনক পরিণতির পর কোচ দুঙ্গার ভবিষ্যত্টাও ঝুলে গেছে। ব্রাজিলিয়ান পত্রিকাগুলো তো এরই মধ্যে দুঙ্গার বিদায় লিখে দিয়েছে। দৈনিক ‘ও ডিয়া’ হেডলাইন করেছে ‘দুঙ্গা আউট’। পেরুর কাছে ১-০ গোলে হেরেই কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ একটা ড্রই তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলে দিত কোয়ার্টার ফাইনালে! ‘ও ডিয়া’ পত্রিকা গত সোমবারের পরাজয়কে ‘আরও একটা অপমানজনক পরাজয়’ বলে উল্লেখ করেছে। ‘ও গ্লোবো’ পত্রিকা হেডলাইন করেছে ‘ঝুঁকিতে আছেন দুঙ্গা’। মিডিয়ার এমন চাপের কাছে নতিস্বীকার করে দুঙ্গাকে শেষ পর্যন্ত ব্রাজিল বহিস্কার করবে কী না তা সময়ই বলতে পারে। তবে কোচ দুঙ্গা বলছেন, তিনি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নন। বরং ব্রাজিলের এমন বিদায়টাই তাকে বেশি কষ্ট দিচ্ছে। দুঙ্গা বলেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট জানেন কী হয়েছে। আর আমাদের কী করতে হবে তাও তিনি জানেন।’ ব্রাজিলিয়ান কোচ ইঙ্গিত করেছেন পেরুভিয়ানদের গোলের দিকে। রুডিয়াজের হাত দিয়ে করা গোলটার কারণেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এই নিয়ে ক্ষোভের শেষ নেই দুঙ্গার। তবে কেবল দুঙ্গাই নয়, ফুটবলবোদ্ধাদের মত হলো, ব্রাজিল তার পুরনো জৌলুসের সবটুকুই হারিয়েছে। এ কারণেই এমন ব্যর্থতা দলটার। দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলকে নিয়ে কাজ করলে সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে। ফল ভালো না হলে এটা আসবেই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটেই সবকিছু হয়ে যাক। কিন্তু ফুটবলে চরম ধৈর্য্য প্রয়োজন।’ দুঙ্গা কেবল ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন। তিনি স্পষ্ট করেই বলে দিলেন, ‘আমি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নই।’
শিরোনাম
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন