বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো দূর হয়নি ব্রাজিলিয়ানদের মন থেকে। সেই দলের অনেককেই এখন আর জাতীয় দলে খুব একটা ডাকা হয় না। এর মধ্যে আরও একটা ক্ষত তৈরি হলো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল ব্রাজিলিয়ানরা। ১৯৮৭ সালের পর প্রথম! ব্রাজিলের এমন দুঃখজনক পরিণতির পর কোচ দুঙ্গার ভবিষ্যত্টাও ঝুলে গেছে। ব্রাজিলিয়ান পত্রিকাগুলো তো এরই মধ্যে দুঙ্গার বিদায় লিখে দিয়েছে। দৈনিক ‘ও ডিয়া’ হেডলাইন করেছে ‘দুঙ্গা আউট’। পেরুর কাছে ১-০ গোলে হেরেই কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ একটা ড্রই তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলে দিত কোয়ার্টার ফাইনালে! ‘ও ডিয়া’ পত্রিকা গত সোমবারের পরাজয়কে ‘আরও একটা অপমানজনক পরাজয়’ বলে উল্লেখ করেছে। ‘ও গ্লোবো’ পত্রিকা হেডলাইন করেছে ‘ঝুঁকিতে আছেন দুঙ্গা’। মিডিয়ার এমন চাপের কাছে নতিস্বীকার করে দুঙ্গাকে শেষ পর্যন্ত ব্রাজিল বহিস্কার করবে কী না তা সময়ই বলতে পারে। তবে কোচ দুঙ্গা বলছেন, তিনি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নন। বরং ব্রাজিলের এমন বিদায়টাই তাকে বেশি কষ্ট দিচ্ছে। দুঙ্গা বলেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট জানেন কী হয়েছে। আর আমাদের কী করতে হবে তাও তিনি জানেন।’ ব্রাজিলিয়ান কোচ ইঙ্গিত করেছেন পেরুভিয়ানদের গোলের দিকে। রুডিয়াজের হাত দিয়ে করা গোলটার কারণেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এই নিয়ে ক্ষোভের শেষ নেই দুঙ্গার। তবে কেবল দুঙ্গাই নয়, ফুটবলবোদ্ধাদের মত হলো, ব্রাজিল তার পুরনো জৌলুসের সবটুকুই হারিয়েছে। এ কারণেই এমন ব্যর্থতা দলটার। দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলকে নিয়ে কাজ করলে সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে। ফল ভালো না হলে এটা আসবেই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটেই সবকিছু হয়ে যাক। কিন্তু ফুটবলে চরম ধৈর্য্য প্রয়োজন।’ দুঙ্গা কেবল ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন। তিনি স্পষ্ট করেই বলে দিলেন, ‘আমি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নই।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ