বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো দূর হয়নি ব্রাজিলিয়ানদের মন থেকে। সেই দলের অনেককেই এখন আর জাতীয় দলে খুব একটা ডাকা হয় না। এর মধ্যে আরও একটা ক্ষত তৈরি হলো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল ব্রাজিলিয়ানরা। ১৯৮৭ সালের পর প্রথম! ব্রাজিলের এমন দুঃখজনক পরিণতির পর কোচ দুঙ্গার ভবিষ্যত্টাও ঝুলে গেছে। ব্রাজিলিয়ান পত্রিকাগুলো তো এরই মধ্যে দুঙ্গার বিদায় লিখে দিয়েছে। দৈনিক ‘ও ডিয়া’ হেডলাইন করেছে ‘দুঙ্গা আউট’। পেরুর কাছে ১-০ গোলে হেরেই কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ একটা ড্রই তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলে দিত কোয়ার্টার ফাইনালে! ‘ও ডিয়া’ পত্রিকা গত সোমবারের পরাজয়কে ‘আরও একটা অপমানজনক পরাজয়’ বলে উল্লেখ করেছে। ‘ও গ্লোবো’ পত্রিকা হেডলাইন করেছে ‘ঝুঁকিতে আছেন দুঙ্গা’। মিডিয়ার এমন চাপের কাছে নতিস্বীকার করে দুঙ্গাকে শেষ পর্যন্ত ব্রাজিল বহিস্কার করবে কী না তা সময়ই বলতে পারে। তবে কোচ দুঙ্গা বলছেন, তিনি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নন। বরং ব্রাজিলের এমন বিদায়টাই তাকে বেশি কষ্ট দিচ্ছে। দুঙ্গা বলেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট জানেন কী হয়েছে। আর আমাদের কী করতে হবে তাও তিনি জানেন।’ ব্রাজিলিয়ান কোচ ইঙ্গিত করেছেন পেরুভিয়ানদের গোলের দিকে। রুডিয়াজের হাত দিয়ে করা গোলটার কারণেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এই নিয়ে ক্ষোভের শেষ নেই দুঙ্গার। তবে কেবল দুঙ্গাই নয়, ফুটবলবোদ্ধাদের মত হলো, ব্রাজিল তার পুরনো জৌলুসের সবটুকুই হারিয়েছে। এ কারণেই এমন ব্যর্থতা দলটার। দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলকে নিয়ে কাজ করলে সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে। ফল ভালো না হলে এটা আসবেই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটেই সবকিছু হয়ে যাক। কিন্তু ফুটবলে চরম ধৈর্য্য প্রয়োজন।’ দুঙ্গা কেবল ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন। তিনি স্পষ্ট করেই বলে দিলেন, ‘আমি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নই।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা