বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো দূর হয়নি ব্রাজিলিয়ানদের মন থেকে। সেই দলের অনেককেই এখন আর জাতীয় দলে খুব একটা ডাকা হয় না। এর মধ্যে আরও একটা ক্ষত তৈরি হলো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল ব্রাজিলিয়ানরা। ১৯৮৭ সালের পর প্রথম! ব্রাজিলের এমন দুঃখজনক পরিণতির পর কোচ দুঙ্গার ভবিষ্যত্টাও ঝুলে গেছে। ব্রাজিলিয়ান পত্রিকাগুলো তো এরই মধ্যে দুঙ্গার বিদায় লিখে দিয়েছে। দৈনিক ‘ও ডিয়া’ হেডলাইন করেছে ‘দুঙ্গা আউট’। পেরুর কাছে ১-০ গোলে হেরেই কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ একটা ড্রই তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলে দিত কোয়ার্টার ফাইনালে! ‘ও ডিয়া’ পত্রিকা গত সোমবারের পরাজয়কে ‘আরও একটা অপমানজনক পরাজয়’ বলে উল্লেখ করেছে। ‘ও গ্লোবো’ পত্রিকা হেডলাইন করেছে ‘ঝুঁকিতে আছেন দুঙ্গা’। মিডিয়ার এমন চাপের কাছে নতিস্বীকার করে দুঙ্গাকে শেষ পর্যন্ত ব্রাজিল বহিস্কার করবে কী না তা সময়ই বলতে পারে। তবে কোচ দুঙ্গা বলছেন, তিনি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নন। বরং ব্রাজিলের এমন বিদায়টাই তাকে বেশি কষ্ট দিচ্ছে। দুঙ্গা বলেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট জানেন কী হয়েছে। আর আমাদের কী করতে হবে তাও তিনি জানেন।’ ব্রাজিলিয়ান কোচ ইঙ্গিত করেছেন পেরুভিয়ানদের গোলের দিকে। রুডিয়াজের হাত দিয়ে করা গোলটার কারণেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এই নিয়ে ক্ষোভের শেষ নেই দুঙ্গার। তবে কেবল দুঙ্গাই নয়, ফুটবলবোদ্ধাদের মত হলো, ব্রাজিল তার পুরনো জৌলুসের সবটুকুই হারিয়েছে। এ কারণেই এমন ব্যর্থতা দলটার। দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলকে নিয়ে কাজ করলে সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে। ফল ভালো না হলে এটা আসবেই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটেই সবকিছু হয়ে যাক। কিন্তু ফুটবলে চরম ধৈর্য্য প্রয়োজন।’ দুঙ্গা কেবল ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন। তিনি স্পষ্ট করেই বলে দিলেন, ‘আমি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নই।’
শিরোনাম
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
- দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও শি জিন পিং
- ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসের তীব্র নিন্দা বাংলাদেশের
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
- নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা