বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো দূর হয়নি ব্রাজিলিয়ানদের মন থেকে। সেই দলের অনেককেই এখন আর জাতীয় দলে খুব একটা ডাকা হয় না। এর মধ্যে আরও একটা ক্ষত তৈরি হলো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল ব্রাজিলিয়ানরা। ১৯৮৭ সালের পর প্রথম! ব্রাজিলের এমন দুঃখজনক পরিণতির পর কোচ দুঙ্গার ভবিষ্যত্টাও ঝুলে গেছে। ব্রাজিলিয়ান পত্রিকাগুলো তো এরই মধ্যে দুঙ্গার বিদায় লিখে দিয়েছে। দৈনিক ‘ও ডিয়া’ হেডলাইন করেছে ‘দুঙ্গা আউট’। পেরুর কাছে ১-০ গোলে হেরেই কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ একটা ড্রই তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলে দিত কোয়ার্টার ফাইনালে! ‘ও ডিয়া’ পত্রিকা গত সোমবারের পরাজয়কে ‘আরও একটা অপমানজনক পরাজয়’ বলে উল্লেখ করেছে। ‘ও গ্লোবো’ পত্রিকা হেডলাইন করেছে ‘ঝুঁকিতে আছেন দুঙ্গা’। মিডিয়ার এমন চাপের কাছে নতিস্বীকার করে দুঙ্গাকে শেষ পর্যন্ত ব্রাজিল বহিস্কার করবে কী না তা সময়ই বলতে পারে। তবে কোচ দুঙ্গা বলছেন, তিনি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নন। বরং ব্রাজিলের এমন বিদায়টাই তাকে বেশি কষ্ট দিচ্ছে। দুঙ্গা বলেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট জানেন কী হয়েছে। আর আমাদের কী করতে হবে তাও তিনি জানেন।’ ব্রাজিলিয়ান কোচ ইঙ্গিত করেছেন পেরুভিয়ানদের গোলের দিকে। রুডিয়াজের হাত দিয়ে করা গোলটার কারণেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এই নিয়ে ক্ষোভের শেষ নেই দুঙ্গার। তবে কেবল দুঙ্গাই নয়, ফুটবলবোদ্ধাদের মত হলো, ব্রাজিল তার পুরনো জৌলুসের সবটুকুই হারিয়েছে। এ কারণেই এমন ব্যর্থতা দলটার। দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলকে নিয়ে কাজ করলে সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে। ফল ভালো না হলে এটা আসবেই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটেই সবকিছু হয়ে যাক। কিন্তু ফুটবলে চরম ধৈর্য্য প্রয়োজন।’ দুঙ্গা কেবল ব্রাজিলের ভবিষ্যৎ নিয়েই ভাবছেন। তিনি স্পষ্ট করেই বলে দিলেন, ‘আমি মোটেও বরখাস্ত হওয়া নিয়ে চিন্তিত নই।’
শিরোনাম
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল