শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অলিম্পিকে সন্ত্রাসী হামলার আশঙ্কা!

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গেই ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সন্ত্রাসী হামলা থেকে রিওকে নিরাপদ রাখার জন্য এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিশ্বব্যাপী আইএসের সন্ত্রাসী হামলার ঘটনায় কর্তৃপক্ষ আরও বেশি সতর্ক অবস্থায় রয়েছে। তবে এরই মধ্যে ব্রাজিলে আইএস তার জাল বিছিয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বিশ্লেষকরা। অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষের এমন ধারণার পর বিশেষ অভিযানে নেমেছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। গতকাল ল্যাটিনীয় পত্রিকাগুলোর প্রধান খবর ছিল, আইএস সন্ত্রাসী সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে ব্রাজিলিয়ান পুলিশ। তাও একই স্থান থেকে নয়, ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ১০টা স্টেট থেকে। পুলিশ বলছে, এরা ঠিক আইএস সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয়। তবে তাদের সঙ্গে আইএসের যোগাযোগ প্রতিষ্ঠা হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ। ১০ জনের এই গ্রুপটা প্যারাগুয়ের এক অস্ত্র সরবরাহকারী গ্রুপের সঙ্গে একে ৪৭ রাইফেল কেনার ব্যাপারে যোগাযোগ করেছিল। ধারণা করা হচ্ছে, অলিম্পিক গেমসে সন্ত্রাসী হামলার জন্যই এসব অস্ত্র ব্যবহার করা হতো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এরই মধ্যে রিওতে ৮০ হাজার পুলিশ মোতায়েন করেছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। অলিম্পিক গেমস চলাকালীন সময়ে এ পুলিশ প্রহরা থাকবে রিওজুড়েই। এমনকি ব্রাজিলে ভ্রমণকারীদের ওপরও রাখা হবে বিশেষ দৃষ্টি। ৫ আগস্ট মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট এ গেমসে অংশ নেবে। এ ছাড়াও সাংবাদিক আর পর্যটক মিলে প্রায় ছয় লাখ মানুষ ব্রাজিল ভ্রমণ করবে অলিম্পিক উপলক্ষে।

সর্বশেষ খবর