রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ আজ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় পুরস্কার বিতরণ আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১০, ২০১১ ও ২০১২ সালের ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য শহীদ শেখ কামাল ও বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানসহ ৩২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে এ পদক দেওয়া হবে। ১৯৭৯ সাল থেকে ক্রীড়াক্ষেত্রে জাতীয় পুরস্কার চালু হয়। সেবার ১৯৭৬, ১৯৭৭ ও ১৯৭৮ সালের পদক তুলে দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্রীড়া মন্ত্রণালয়ের ঘোষণা ছিল এ পুরস্কার প্রতি বছর দেওয়া হবে। বাস্তবে তা কখনো দেখা যায়নি। ২০১২ সালে ২০০৮ ও ২০০৯ সালের পুরস্কার দেওয়া হয়। চার বছর পর আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। এ পর্যন্ত মোট ১৮৮ জন ক্রীড়া ব্যক্তিত্ব জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার পুরস্কারে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালকে মরণোত্তর পুরস্কার দেওয়া। দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৭২ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল, ক্রিকেট ও হকি লিগে অভিষেক ঘটে ক্লাবটির। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত হন তিনি। অল্প সময়ের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি।

সর্বশেষ খবর