সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামোস ম্যাজিকে রিয়ালের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

রামোস ম্যাজিকে রিয়ালের রেকর্ড

শেষ মুহূর্তে গোল করে দলকে চমৎকার জয় উপহার দেওয়ার অভ্যাস বেশ ভালোই আছে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের। বার বার তিনি এর প্রমাণ দিয়েছেন। গত সপ্তাহে তো বার্সেলোনাকে ক্যাম্প ন্যুতে তার শেষ মুহূর্তের গোলেই রুখে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়েই বাড়ি ফিরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। গত শনিবার একই রকম ঘটনা ঘটল সান্তিয়াগো বার্নাব্যুতে। ২-১ গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ রামোসের শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতল ৩-২ ব্যবধানে! এ ম্যাচ জিতেই দারুণ এক রেকর্ডও গড়ল জিনেদিন জিদানের শিষ্যরা। ক্লাবের ইতিহাসে টানা সর্বোচ্চসংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা এখন জিদানের এই দলটারই দখলে। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত দলটা। জিদানরা ভেঙে দিয়েছেন ১৯৮৮-৮৯ মৌসুমে ডাচ কোচ লিও বেনহ্যাকারের দলে গড়া টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

নিজেদের মাঠে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদই। দিপোর্তিভো লা করোনার বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা আলভারো মোরাতা। তবে এরপর দিপোর্তিভোর জোসেলু ৬৩ ও ৬৫ মিনিটে দুটি দারুণ গোল করে দলকে এগিয়ে দেন। রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েও অবশ্য চ্যাম্পিয়নের মতোই খেলে। দুরন্ত সব আক্রমণ করে জিদানের শিষ্যরা। মারিয়ানো ৮৪তম মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান। অতিরিক্ত মিনিটে পয়েন্ট খোয়ানো থেকে দলকে বাঁচান অধিনায়ক সার্জিও রামোস। তার গোলেই আরও একবার খাদের কিনার থেকে ফিরে আসে লস ব্ল্যাঙ্কোসরা। এ জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। ছয় পয়েন্টের ব্যবধান ধরে রেখেই ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের রসদ বেশ ভালোই সংগ্রহ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা!

সর্বশেষ খবর