হাশিম আমলার ব্যাটিং ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। একমাত্র টি-২০ ম্যাচে ৭৮ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন হাশিম আমলা। ৪৩ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। আর বোলিংয়ে দাপট দেখিয়েছেন ইমরান তাহির। এই প্রোটিয়া স্পিনার মাত্র ২৪ রানে নেন ৫ উইকেট। গতকাল ৫ উইকেট নিয়ে টি-২০-তে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ৩১ ম্যাচে উইকেট শিকারে হাফ সেঞ্চুরি করেন তাহির। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন লঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সফরকারীরা। হাশিম আমলা ছাড়াও প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ২৫ বলে করেন ৩৬ রান। মাত্র ১৬ বলে ২৯ রান করেন জেপি ডুমিনি। এ ছাড়া এ বি ডি ভিলিয়ার্স ১৭ বলে করেন ২৬ রান। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩৩ রান এসেছে ব্রুসের ব্যাট থেকে। তাহির ছাড়াও প্রোটিয়া পেসার আনদিল ১৯ রানে নিয়েছেন তিন উইকেট। ক্রিস মরিস মাত্র ১০ রানে নিয়েছেন দুই উইকেট। দাপুটে বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির। ম্যাচ শেষে প্রোটিয়া স্পিনার বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট পেলেই আমার অন্যরকম লাগে। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। তাতেই সফল হয়েছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা আজ সত্যিই ভালো খেলেছি। গত ৬-৭ মাস থেকেই আমরা ভালো খেলছি। ক্রিকেটাররা সবাই ছন্দে রয়েছেন।’ পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘তারা প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমরা বড় শট খেলতে পারিনি। এই মাঠে কোনো স্কোরই নিরাপদ নয়। তাই আমাদের সামনে জয়ের পথ খোলাই ছিল। কিন্তু আমরা বড় পার্টনারশিপ করতে পারিনি। সে কারণেই হারতে হয়েছে।’
শিরোনাম
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
কিউইদের উড়িয়ে দিল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর