হাশিম আমলার ব্যাটিং ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। একমাত্র টি-২০ ম্যাচে ৭৮ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন হাশিম আমলা। ৪৩ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। আর বোলিংয়ে দাপট দেখিয়েছেন ইমরান তাহির। এই প্রোটিয়া স্পিনার মাত্র ২৪ রানে নেন ৫ উইকেট। গতকাল ৫ উইকেট নিয়ে টি-২০-তে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ৩১ ম্যাচে উইকেট শিকারে হাফ সেঞ্চুরি করেন তাহির। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন লঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সফরকারীরা। হাশিম আমলা ছাড়াও প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ২৫ বলে করেন ৩৬ রান। মাত্র ১৬ বলে ২৯ রান করেন জেপি ডুমিনি। এ ছাড়া এ বি ডি ভিলিয়ার্স ১৭ বলে করেন ২৬ রান। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩৩ রান এসেছে ব্রুসের ব্যাট থেকে। তাহির ছাড়াও প্রোটিয়া পেসার আনদিল ১৯ রানে নিয়েছেন তিন উইকেট। ক্রিস মরিস মাত্র ১০ রানে নিয়েছেন দুই উইকেট। দাপুটে বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির। ম্যাচ শেষে প্রোটিয়া স্পিনার বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট পেলেই আমার অন্যরকম লাগে। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। তাতেই সফল হয়েছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা আজ সত্যিই ভালো খেলেছি। গত ৬-৭ মাস থেকেই আমরা ভালো খেলছি। ক্রিকেটাররা সবাই ছন্দে রয়েছেন।’ পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘তারা প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমরা বড় শট খেলতে পারিনি। এই মাঠে কোনো স্কোরই নিরাপদ নয়। তাই আমাদের সামনে জয়ের পথ খোলাই ছিল। কিন্তু আমরা বড় পার্টনারশিপ করতে পারিনি। সে কারণেই হারতে হয়েছে।’
শিরোনাম
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
কিউইদের উড়িয়ে দিল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নাম ভিন্ন ভিন্ন, কিন্তু ভোটার তালিকায় ছবি ব্রাজিলের মডেলের, বোমা ফাটালেন রাহুল
৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
১৯ মিনিট আগে | নগর জীবন