হাশিম আমলার ব্যাটিং ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। একমাত্র টি-২০ ম্যাচে ৭৮ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন হাশিম আমলা। ৪৩ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। আর বোলিংয়ে দাপট দেখিয়েছেন ইমরান তাহির। এই প্রোটিয়া স্পিনার মাত্র ২৪ রানে নেন ৫ উইকেট। গতকাল ৫ উইকেট নিয়ে টি-২০-তে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ৩১ ম্যাচে উইকেট শিকারে হাফ সেঞ্চুরি করেন তাহির। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন লঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সফরকারীরা। হাশিম আমলা ছাড়াও প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ২৫ বলে করেন ৩৬ রান। মাত্র ১৬ বলে ২৯ রান করেন জেপি ডুমিনি। এ ছাড়া এ বি ডি ভিলিয়ার্স ১৭ বলে করেন ২৬ রান। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩৩ রান এসেছে ব্রুসের ব্যাট থেকে। তাহির ছাড়াও প্রোটিয়া পেসার আনদিল ১৯ রানে নিয়েছেন তিন উইকেট। ক্রিস মরিস মাত্র ১০ রানে নিয়েছেন দুই উইকেট। দাপুটে বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির। ম্যাচ শেষে প্রোটিয়া স্পিনার বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট পেলেই আমার অন্যরকম লাগে। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। তাতেই সফল হয়েছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা আজ সত্যিই ভালো খেলেছি। গত ৬-৭ মাস থেকেই আমরা ভালো খেলছি। ক্রিকেটাররা সবাই ছন্দে রয়েছেন।’ পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘তারা প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমরা বড় শট খেলতে পারিনি। এই মাঠে কোনো স্কোরই নিরাপদ নয়। তাই আমাদের সামনে জয়ের পথ খোলাই ছিল। কিন্তু আমরা বড় পার্টনারশিপ করতে পারিনি। সে কারণেই হারতে হয়েছে।’
শিরোনাম
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
কিউইদের উড়িয়ে দিল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর