হাশিম আমলার ব্যাটিং ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। একমাত্র টি-২০ ম্যাচে ৭৮ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন হাশিম আমলা। ৪৩ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। আর বোলিংয়ে দাপট দেখিয়েছেন ইমরান তাহির। এই প্রোটিয়া স্পিনার মাত্র ২৪ রানে নেন ৫ উইকেট। গতকাল ৫ উইকেট নিয়ে টি-২০-তে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ৩১ ম্যাচে উইকেট শিকারে হাফ সেঞ্চুরি করেন তাহির। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন লঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সফরকারীরা। হাশিম আমলা ছাড়াও প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ২৫ বলে করেন ৩৬ রান। মাত্র ১৬ বলে ২৯ রান করেন জেপি ডুমিনি। এ ছাড়া এ বি ডি ভিলিয়ার্স ১৭ বলে করেন ২৬ রান। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩৩ রান এসেছে ব্রুসের ব্যাট থেকে। তাহির ছাড়াও প্রোটিয়া পেসার আনদিল ১৯ রানে নিয়েছেন তিন উইকেট। ক্রিস মরিস মাত্র ১০ রানে নিয়েছেন দুই উইকেট। দাপুটে বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির। ম্যাচ শেষে প্রোটিয়া স্পিনার বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট পেলেই আমার অন্যরকম লাগে। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। তাতেই সফল হয়েছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা আজ সত্যিই ভালো খেলেছি। গত ৬-৭ মাস থেকেই আমরা ভালো খেলছি। ক্রিকেটাররা সবাই ছন্দে রয়েছেন।’ পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘তারা প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমরা বড় শট খেলতে পারিনি। এই মাঠে কোনো স্কোরই নিরাপদ নয়। তাই আমাদের সামনে জয়ের পথ খোলাই ছিল। কিন্তু আমরা বড় পার্টনারশিপ করতে পারিনি। সে কারণেই হারতে হয়েছে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ