হাশিম আমলার ব্যাটিং ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। একমাত্র টি-২০ ম্যাচে ৭৮ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন হাশিম আমলা। ৪৩ বলে খেলেছেন ৬২ রানের ইনিংস। আর বোলিংয়ে দাপট দেখিয়েছেন ইমরান তাহির। এই প্রোটিয়া স্পিনার মাত্র ২৪ রানে নেন ৫ উইকেট। গতকাল ৫ উইকেট নিয়ে টি-২০-তে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মাত্র ৩১ ম্যাচে উইকেট শিকারে হাফ সেঞ্চুরি করেন তাহির। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন লঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সফরকারীরা। হাশিম আমলা ছাড়াও প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ২৫ বলে করেন ৩৬ রান। মাত্র ১৬ বলে ২৯ রান করেন জেপি ডুমিনি। এ ছাড়া এ বি ডি ভিলিয়ার্স ১৭ বলে করেন ২৬ রান। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৩৩ রান এসেছে ব্রুসের ব্যাট থেকে। তাহির ছাড়াও প্রোটিয়া পেসার আনদিল ১৯ রানে নিয়েছেন তিন উইকেট। ক্রিস মরিস মাত্র ১০ রানে নিয়েছেন দুই উইকেট। দাপুটে বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির। ম্যাচ শেষে প্রোটিয়া স্পিনার বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট পেলেই আমার অন্যরকম লাগে। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। তাতেই সফল হয়েছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। তবে আমরা আজ সত্যিই ভালো খেলেছি। গত ৬-৭ মাস থেকেই আমরা ভালো খেলছি। ক্রিকেটাররা সবাই ছন্দে রয়েছেন।’ পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘তারা প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমরা বড় শট খেলতে পারিনি। এই মাঠে কোনো স্কোরই নিরাপদ নয়। তাই আমাদের সামনে জয়ের পথ খোলাই ছিল। কিন্তু আমরা বড় পার্টনারশিপ করতে পারিনি। সে কারণেই হারতে হয়েছে।’
শিরোনাম
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
কিউইদের উড়িয়ে দিল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর