Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৫ মার্চ, ২০১৭ ২৩:৫০

শেষ আটে লিস্টার

ক্রীড়া ডেস্ক

শেষ আটে লিস্টার

নিজেদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। ক্লদিও রেনিয়েরির কোচিংয়ে রূপকথা লেখা লিস্টার সিটিকে চলতি মৌসুমে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ফলে রানিয়েরিকে কোচের পদ থেকে বাদ দেয় ক্লাবটি এবং দায়িত্ব তুলে দেয় রানিয়েরির সহকারী ক্রেইগ শেকসপিয়ারের হাতে। নতুন কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নেয়। সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। দুই লেগে লিস্টার জিতেছে ৩-২ গোলে। শেষ আটে জায়গা নিয়েছে জুভেন্টাসও। 


আপনার মন্তব্য