মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকা ছাড়ল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা ছাড়ল শ্রীলঙ্কা

সফর শুরু করেছিল হারে। শেষ করলো জয়ে। নতুন কোচ চন্ডিকা হাতুরাসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশ সফর। তাতে সাফল্য নিয়েই শ্রীলঙ্কা ফিরে গেছেন বাংলাদেশের সাবেক কোচ। এরমধ্যে তার কোচিংয়ে শ্রীলঙ্কা জিতেছে ত্রি-দেশীয় টুর্নামেন্টের শিরোপা। চট্টগ্রাম টেস্ট ড্র করলেও জিতেছে ঢাকা টেস্ট। সব শেষে টি-২০ ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকদের।

ঢাকায় পা রেখে জিম্বাবুয়ের কাছে হেরেছিল ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ১৬৩ রানের পর্বতসমান ব্যবধানে হেরে যায় বাংলাদেশের কাছে। তারপরও লিগ পর্বের পরের দুই ম্যাচ জিতে ফাইনালে জায়গা নেয় এবং চ্যাম্পিয়ন হয় বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে। গ্রুপপর্বে হারিয়েছিল ১০ উইকেটে। ফাইনালে প্রথমে ব্যাট করে সফরকারীরা করেছিল ২২১ রান এবং বাংলাদেশের ইনিংস শেষ ১৪২ রানে। চট্টগ্রামে প্রথম টেস্টে সমানে সমানে লড়াই করে ড্র করে স্বাগতিকরা। ঢাকায় এসে দ্বীপরাষ্ট্রের স্পিনারদের ঘূর্ণিতে হেরে যায় ২১৫ রানে। লো স্কোরিং ম্যাচে সফরকারীদের ইনিংসে স্কোর ছিল ২২২ ও ২২৬। জবাবে টাইগারদের ইনিংস শেষ হয় ১১০ ও ১২৩ রানে। টি-২০ ক্রিকেটে নিজের সর্বোচ্চ রান করে বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করেও হেরে যায় ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে হারে ৭৫ রানে। সফরকারীদের ২১০ রানের জবাবে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৩৫ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর