উইলিয়ান যেন বার্সা বধের মিশনে নেমেছিলেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার পাগল করে তুলেছিলেন বার্সা ডিফেন্স লাইনের বাঘা বাঘা তারকাদের। জেরার্ড পিকে, জর্দি আলবা, উমতিতি আর রবার্তোর সব যোগ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উইলিয়ান। ভাগ্য ভালো হলে এই ব্রাজিলিয়ান হ্যাটট্রিক করতে পারতেন। দুবার তো বারে লেগে ফিরে যায় বল। অল্পের জন্য রক্ষা পায় বার্সা। তারপরও উইলিয়ানের গোল ঠেকাতে পারেননি স্টেগান। জার্মান গোলরক্ষক এবং বার্সা ডিফেন্স লাইনকে ফাঁকি দিয়ে ম্যাচের ৬২তম মিনিটে দারুণ এক গোল করে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে লিওনেল মেসির ম্যাজিক্যাল ফুটবল নিজেদের মাঠে জয় পেতে দেয়নি চেলসিকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা।
উইলিয়ানের অবিশ্বাস্য গোলের পর বার্সেলোনা পরাজয়ের শঙ্কায় কাঁপছিল। তবে আন্দ্রেস ইনিয়েস্তা আর লিওনেল মেসির যুগলবন্দি চেলসির জমাট বাধা বরফের মতো ডিফেন্স লাইন গুঁড়িয়ে দেয়। ম্যাচের ৭৫তম মিনিটে ইনিয়েস্তার ক্রসে বল পেয়ে দারুণ এক গোল করেন মেসি। চেলসির বিপক্ষে এর আগে অনেকগুলোর ম্যাচ খেললেও এটাই ব্লুজদের জালে আর্জেন্টাইন জাদুকরের প্রথম গোল। এর আগে ৮টা ম্যাচ খেলেও ব্লুজদের জালে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। অ্যাওয়ে গোল পাওয়ায় দ্বিতীয় লেগে এগিয়ে থেকেই মাঠে নামবে বার্সেলোনা। এমনকি গোল শূন্য ড্র হলেও শেষ আটের পথ ধরবে কাতালানরা। তাছাড়া ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে চেলসির সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। চেলসি কোচ অ্যান্টোনিও কন্তের মতে, তিন সপ্তাহ পরের ম্যাচে সফল হতে হলে চেলসিকে অতি দ্রুত নিজেদের খেলায় অনেকটা উন্নতি করতে হবে। উন্নতি করার জন্য বার্সেলোনাও নিশ্চয়ই সর্বোচ্চ প্রচেষ্টা করবে।