শিরোনাম
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভারতকে হারিয়ে ফাইনালে মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারিয়ে ফাইনালে মালয়েশিয়া

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে প্রত্যাশা করেছিল কোচ ইমান গোপীনাথান কৃষ্ণমুর্তি। কিন্তু জাকার্তা এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ‘সূর্যোদয়ের দেশ’ জাপান। কোরিয়া আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সিথুল, জিমিরা কি পারবেন নিজেদের ইতিহাসে সেরা সাফল্য ঘরে আনতে? তবে চমকে দিয়েছে মালয়েশিয়া। গেমসের ফেবারিট ভারতকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেলছে দেশটি। দুই দলের প্রথম সেমিফাইনালটি নির্ধারিত সময় ড্র ছিল ২-২ গোলে। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও জাপান। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে ওমান ৫-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়ে নবম হয়েছে থাইল্যান্ড। কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি নয়। দুই দেশ এখন পর্যন্ত গেমসে পরস্পরের মুখোমুখি হয়েছে তিন বার। সবগুলো ম্যাচের ফলই একতরফা। বাংলাদেশ এশিয়াড খেলছে ১৯৭৮ সাল থেকে। কোরিয়ার মুখোমুখি হয় ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়াডে। কোরিয়া ১০-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। ২০০৬ সালে দোহা গেমসে বাংলাদেশ হারে ১-৯ গোলে। ২০১৪ সালে ইনচন এশিয়াডে ব্যবধান একটু কমে ৭-০ হয়। তিন ম্যাচে বাংলাদেশের গোল সাকল্যে একটি। গোল হজম করে ২৬টি। আগামীকাল যদি কোরিয়াকে হারাতে পারে বাংলাদেশ, সেটা হবে বাংলাদেশের হকির ইতিহাসে সেরা সাফল্য।

সর্বশেষ খবর