Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৩১ আগস্ট, ২০১৮ ০০:০৭

জার্মানিতে আবার সানে

ক্রীড়া ডেস্ক

জার্মানিতে আবার সানে

বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম রাউন্ড থেকে বিদায় চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। এখন দলটি প্রস্তুতি নিচ্ছে উয়েফা নেশন্স কাপ খেলার। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি জুভেন্টাসে খেলা সামি খেদিরার। তবে বিতর্ককে পেছনে ফেলে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির লেরয় সানে। তাকে দলে না রেখে সমালোচিত হয়েছিলেন জার্মানির কোচ। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন টিলো কেরার, কাই হাভার্টস ও নিকো শুলজ। বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া জোনাথান টাহ ও স্ট্রাইকার নিলস পিটারজেনও ফিরেছেন দলে। ৬ সেপ্টেম্বর ফ্রান্সের বিপক্ষে উয়েফা নেশনস লিগে প্রথম ম্যাচ খেলবে জার্মানি।

স্কোয়াড : ম্যানুয়েল ন্যুয়ার, মার্ক-আন্ড্রে টের স্টেগেন, জেরোমো বোয়াটেং ম্যাথিয়াস গিন্টার, ইয়োনাস হেক্টর, ম্যাটস হুমেলস, টিলো কেরার, ইয়োশুয়া কিমিখ, অ্যান্টোনিও রুডিগার, নিকো শুলজ, জোনাথান টাহ, নিকোলাস জুলে, ইউলিয়ান ব্র্যান্ডট, ইউলিয়ান ড্রাক্সলার, লিওন গোরেটস্কা, ইলকাই গিনদোয়ান, টনি ক্রুজ, মার্কো রয়েস, লেরয় সানে, থমাস মুলার, নিলস পিটারজেন, টিমো ভার্নার ও কাই হাভার্টস।


আপনার মন্তব্য