ফুটবলে মেয়েরাই সাফল্যের পতাকা উড়াচ্ছে। গতকালও আরেকটি শিরোপা নিজেদের করে রেখেছে মারিয়ারা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী বাছাই পর্বে বাংলাদেশ ২-০ গোলে ভিয়েতনামকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এই পর্ব পেরুতে পারলেই মারিয়ারা চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। গতবার এএফসি-১৬ ফুটবলে চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ। এবার পথটা কঠিন হয়ে পড়েছিল। গ্রুপের টানা তিন ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পয়েন্ট ও গোল পার্থক্য সমান হয়ে যায় ভিয়েতনামের সঙ্গে। সবকিছু সমান হলেও কম কার্ড দেখার সুবাদে ভিয়েতনাম টেবিলে শীর্ষে অবস্থান নেয়। গতকাল যদি ম্যাচ ড্র হতো তাহলে কম কার্ড অর্থাৎ শৃঙ্খলার বিবেচনায় ভিয়েতনামই গ্রুপ চ্যাম্পিয়ন হতো। বাংলাদেশকে তখন অপেক্ষা করতে হতো বেস্ট গ্রুপ রানার্সআপ হয় কিনা। এখন চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে। কচি বয়সের মেয়েরা ৯০ মিনিটের ম্যাচ খেলেছে। কী দম ও গতি দেখলে চোখ জুড়িয়ে যায়। গত এক বছরে মেয়েরা হয় চ্যাম্পিয়ন হচ্ছে না হয় রানার্সআপ। কোনোভাবেই ব্যর্থ নয় তারা। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে পুরুষ জাতীয় দল ব্যর্থতার বৃত্তে বন্দী। এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ডে উঠে কি কি আলো দেখালেও তা নিভে যায় ঘরের মাঠে সাফে ব্যর্থতায়। টানা চার আসরে মামুনুলরা সাফে সেমিফাইনাল খেলতে পারছে না। এর চেয়ে বড় হতাশা আর কী হতে পারে। একটা ব্যাপার লক্ষণীয় যে পুরুষ জাতীয় দলের কোনো টুর্নামেন্টে ভরাডুবি ঘটলে মেয়েরাই শিরোপা জিতে জামালদের জ্বলে উঠার পথ দেখিয়ে দেয়। কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছে না। কিছুদিন পরই ঘরের মাঠে বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেবে। সাফে ব্যর্থতার পর স্বাভাবিকভাবে মনোবলে চির ধরেছে। এখন অনুপ্রেরণা হিসেবে মারিয়াদের সাফল্য ভালো কিছু করার পথ দেখাতে পারে। কিন্তু পুরুষ ফুটবল ঘিরে আশা ছেড়েই দিয়েছে ক্রীড়াপ্রেমীরা। যত আশা ও ভরসা মারিয়াদের নিয়েই। ৯০ মিনিটে অর্ধেক লড়াইয়ে মামুনুলরা যেখানে দম বন্ধ হওয়ার উপক্রম। সেখানে কিনা মেয়েদের লড়াকু মনোভাব দেখে মনে হয় ১৮০ মিনিটও তাদের দমাতে পারবে না। অন্ধকারে পড়ে থাকা পুরুষদের বার বার আলোর পথ দেখাচ্ছে মারিয়ারা। কিন্তু লাভ হচ্ছে না। তাহলে বাংলাদেশের ফুটবল কি এখন পুরোপুরি মেয়েদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে? এটা কী সুসংবাদ হতে পারে। যত কথাই বলি না কেন ফুটবলে পুরুষ জাতীয় দল জ্বলে না উঠলে সেই দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ অন্ধকারই বলা যায়।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
আর কত পথ দেখাবে মেয়েরা?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর