মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হ্যাটট্রিক শিরোপার টার্গেট আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক শিরোপার টার্গেট আবাহনীর

১০ আসরে ছয় শিরোপাই তাদের। সেক্ষেত্রে পেশাদার ফুটবল লিগে ঢাকা আবাহনীকে সেরা দল বলা যেতেই পারে। ২০০৭ সালে মাঠে গড়ায় ফিফা ও এএফসি নির্দেশিত এই লিগ। শুরুতেই টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা জিতে আবাহনী। ২০১২ সালে পুনরায় চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৬ ও ২০১৭-১৮ মৌসুমে টানা দুবার লিগ জিতে আবারও হ্যাটট্রিকের রেকর্ড গড়ার স্বপ্ন দেখছে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি। এবার সেই টার্গেট নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আবাহনী। যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তিনবার হ্যাটট্রিক শিরোপার বিরল রেকর্ড গড়বে শহীদ কামালের হাতে গড়া ঢাকা আবাহনী। পেশাদার লিগের আগে তারা ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে প্রথম বিভাগ লিগে আবাহনীই প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব পায়। সত্যি বলতে শিরোপা জেতার মতোই এবারও দল গড়েছে পেশাদার লিগের সফল দলটি। লোকাল কানেকশন চোখে পড়ার মতো। বিদেশিদের মধ্যে আলোচিত ফুটবলার হচ্ছেন কোপা আমেরিকা খেলা হাইতির কেভিন বেলফোর্ট।

বেলফোর্ট প্রথমে এসেছিলেন বসুন্ধরা কিংসে খেলতে। নীলফামারীতে নিউ রেডিয়্যান্টের বিপক্ষে প্রীতি ম্যাচে কিংসের জার্সি পরে মাঠেও নেমেছিলেন। কিন্তু তার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রোজন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়। আবাহনী সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। ২০১৬ সালে শততম কোপা আমেরিকা টুর্নামেন্টে হাইতির হয়ে তিন ম্যাচ খেলেন বেলফোর্ট। এই ফুটবলার ছাড়া এশীয় কোটায় থাকবেন আফগানিস্তানের ডিফেন্ডার মাশি সাইগানি। আগের বছর খেলা যাওয়া নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে চিজোবা। আরেক বিদেশি এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনী ঠিক করতে পারেনি।

সর্বশেষ খবর