বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নেইমারদের ছাড়াই জিতল পিএসজি

ক্রীড়া ডেস্ক

নেইমারদের ছাড়াই জিতল পিএসজি

ব্রাজিলিয়ান তারকা নেইমার দলে নেই। এডিনসন কাভানিও মাঠের বাইরে। অ্যাঞ্জেল ডি মারিয়া ফুটবল খেলছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমন একটা দল ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামলে সমর্থকরা ভয়েই থাকার কথা। কিন্তু উল্টো ঘটনাই ঘটল। ওল্ড ট্র্যাফোর্ডে ইনজুরি আক্রান্ত পিএসজির কাছেই গত মঙ্গলবার বাজেভাবে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে হেসে-খেলে ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরল পিএসজি। অথচ এক সময় ওল্ড ট্র্যাফোর্ডে জয় পাওয়া যে কোনো প্রতিপক্ষের জন্যই ছিল পরম আরাধ্য।

সোলসকার ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেকটা গুছিয়ে নিয়েছেন। পিএসজির বিপক্ষে প্রথমার্ধের খেলা দেখে তাই মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধেই সব উলট-পালট হয়ে গেল। বাম প্রান্ত দিয়ে ডি মারিয়া ও কিমপেম্বের সাঁড়াশি আক্রমণগুলো রেড ডেভিলদের ডিফেন্স ভেঙে দিচ্ছিল বার বারই। আর আক্রমণের পুরোধা ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তরুণের গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খেয়েছে ম্যানইউর ডিফেন্স লাইন। অবশ্য প্রথম গোল পেতে পিএসজিতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ৫৩ মিনিটে ডি মারিয়ার কর্নার কিক থেকে বল পেয়ে গোল করেন কিমপেম্বে। এর ঠিক ৭ মিনিট পর ডি মারিয়ার চমৎকার এক পাসে সহজেই দলের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শেষদিকে ম্যানইউর ফরাসি তারকা পল পগবা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে রেড ডেভিলদের সব আশাই শেষ হয়ে যায়। দ্বিতীয় লেগে নিজেদের মাটিতে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে পিএসজির। এদিকে গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। নিজেদের মাঠে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে তারা। রোমার পক্ষে গোল দুটি করেন নিকোলো জানিওলা (৭০ ও ৭৬)। পোর্তোর পক্ষে একটি গোল করেন আদ্রিয়ান লোপেজ। অবশ্য হারলেও অ্যাওয়ে গোল পাওয়ায় সুবিধাজনক অবস্থানেই আছে পোর্তো।

সর্বশেষ খবর