ভারতকে ৩৫ রানে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর আবারও ভারতের মাটিতে বাজিমাত করল অসিরা। তবে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও পাঁচ ম্যাচের সিরিজে ২-৩ ব্যবধানে জিতে যেন ভারতের মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করল অস্ট্রেলিয়া। গতকাল ২৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানের মাথায় আউট হন ওপেনার শিখর ধাওয়ান। এরপর থেকে নিয়মিত বিরতিতে পড়তে থাকে তাদের উইকেট। অধিনায়ক কোহলি ২০ রানে সাজঘরে ফেরেন। রিশভ প্যান্ট করেছেন ১৬ রান। শঙ্করও ড্রেসিং রুমে ফিরে যান ১৬ রানেই। তবে একপ্রান্ত আগলে রেখে রোহিত শর্মা যতক্ষণ বাইশগজে ছিলেন ততক্ষণ পর্যন্ত আশা ছিল ভারতের। কিন্তু ভারতীয় ড্যাসিং ওপেনারও হাফ সেঞ্চুরির পর আর টিকতে পারেননি। তবে সপ্তম উইকেটে কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার মিলে ৯১ রানের জুটি গড়ে জয়ের সম্ভবনা জাগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত ২৩৭ রানেই গুটিয়ে যায় কোহলিদের ইনিংস। গতকাল প্রথমে ব্যাট করে ২৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন ওপেনার উসমান খাজা। ১০৬ বলে তিনি খেলেছেন ১০০ রানের ইনিংস। ১০টি বাউন্ডারির সঙ্গে দুটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন পিটার হ্যান্ডসকম্ব। ৫২ রান করেছেন তিনি। ফিরোজ শাহ কোটলায় কাল একটা সময় এক উইকেটে ১৭৫ রান ছিল অসিদের। তখনো ১৭ ওভার খেলার বাকি ছিল। মনে হচ্ছিল সাড়ে তিনশ রান সহজেই হয়ে যাবে। কিন্তু এরপর মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দলটি। তারপরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দাপটে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৭২ রান করে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
অস্ট্রেলিয়ার সিরিজ জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর