বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় তাসকিন আহমেদ যেন জিদ পুষে রেখেছিলেন। গতকাল প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লিজেন্ড অব রূপগঞ্জের ৭ উইকেটের বড় জয়ে অবদান রেখেছেন দুরন্ত বোলিং করে। তার তেজস্বী বোলিংয়ে সহজ জয়ে শিরোপা রেসে দলটি রয়েছে সবার উপরে। আরেক শিরোপা প্রত্যাশী আবাহনীও জিতেছে বড় ব্যবধানে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিতে বর্তমান চ্যাম্পিয়নকে নেতৃত্ব দিয়েছেন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ১৪ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ২। আগামীকাল দুই দল পরস্পরের মুখোমুখি বিকেএসপিতে। এই ম্যাচে নির্ধারিত হতে পারে শিরোপা। যদি রূপগঞ্জ জিতে যায়, তাহলে এক ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসবে মাতবে দলটি। আবাহনী জিতলে, পয়েন্ট সমান হবে দুই দলের। তখন শিরোপা নির্ধারণ হবে শেষ রাউন্ডে। গতকাল আরেক ম্যাচে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ ও দোলেশ্বর। প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে গুটিয়ে যায় ২০৫ রানে ফরহাদ রেজার দল। সর্বোচ্চ ৭২ রান করেন সৈকত আলী। চার নম্বরে বোলার হিসেবে আগুনে বোলিং করে প্রতিপক্ষের চারজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান। ৫৪ রানে ৪ উইকেট নেন তাসকিন। ৩ উইকেট নেন শহীদ।
২০৬ রানের টার্গেটে খেলতে নেমে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে ৩ উইকেট হাতে রেখেই জিতে যায় রূপগঞ্জ। শাহরিয়ার ১৪২ বলে করেন অপরাজিত ১১৩ রান। অন্য ম্যাচে মিরপুরে প্রথমে ব্যাট করে ২২৬ রান করে প্রাইম ব্যাংক। ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়াসিম জাফর ও নাজমুল হোসেন শান্ত দুরন্ত ব্যাটিংয়ে জিতে যায় আবাহনী। শান্ত করেন ৭৭ এবং জাফর করেন ৬৬ রান।