পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন? তার কথাতে এমন ইঙ্গিত মিলেছে। রবিবার চলতি মৌসুমে ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন লিগ ওয়ানের সেরা খেলোয়াড় হিসেবে এমবাপ্পের নাম ঘোষণা করে। অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দিতে বিশ্বকাপ জয়ী ফ্রান্সের ২০ বছর বয়সী এই ফুটবলার বলেন, আমার জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। ক্যারিয়ারে সেরা সময়ে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। এমনকি ভালো প্রস্তাব পেলে পিএসজিও ছাড়তে পারি। কোথায় যাবেন, সেই প্রসঙ্গে না গিয়ে বলেন, জিদানের সঙ্গে আলোচনা চলছে। তবে তা রিয়ালে যাওয়ার অফার কিনা এমবাপ্পে পরিষ্কার করে বলেননি।
আফগানিস্তান বিধ্বস্ত
রান করা কঠিন এমন উইকেটে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও উইলিয়াম পোর্টার ফিল্ডের ফিফটিতে তারা সংগ্রহ করে ২০৯ রান। তবু ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ না জেতা আয়ারল্যান্ড ৭২ রানে হারিয়ে দিল আফগানিস্তানকে। দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল তারা। ২১০ রান তাড়া করতে ৩৫.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে হওয়া নিজ দেশে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বোলিং লাইন জ্বলে উঠতে পারেনি। অথচ বোলারদের দাপটে প্রতিপক্ষ আফগানদের বিধ্বস্ত করল তারা। মার্ক অ্যাডায়ার, বয়েডফিনের বোলিং নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপের আগে এমন হার রশিদ খানদের জন্য সতর্ক বার্তাই বলা যায়।