বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পারিশ্রমিক বাড়ছে ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক

পারিশ্রমিক বাড়ছে ফুটবলারদের

দৃষ্টি এবার রবিউলের দিকে

ফুটবলে ক্লাবগুলো দম ফেলার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর পরই নতুন মৌসুমের দলবদল। বাফুফের এই সিদ্ধান্তে অনেক ক্লাবই ক্ষুব্ধ। কিন্তু ভিতরে ভিতরে তারা এখনই খেলোয়াড় সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে অর্থশালী ক্লাবগুলো বেশ তৎপর। লিগ চলছে এরই মধ্যে কেউ কেউ পছন্দের খেলোয়াড়দের সঙ্গে চুক্তিও করে ফেলেছে। প্রতিবারের মতো এবারও ফুটবলারদের পারিশ্রমিক বাড়ছে। গতবার যেখানে সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ ছিল এবার তা ৭০ লাখ ছাড়িয়ে যেতে পারে। গতবার মধ্যমসারির এক খেলোয়াড়ের পারিশ্রমিক ছিল ২৫ লাখের মতো এবার তিনি নাকি পাচ্ছেন অর্ধকোটি টাকা। জানা গেছে শীর্ষ চার ক্লাব ইতিমধ্যে ঘর গোছানোর কাজ শেষ করে ফেলেছে। কথা হচ্ছে বাফুফে লিগ চলা অবস্থায় নতুন মৌসুমের দলবদলের তারিখ ঘোষণা করল কেন? লিগ কমিটি যুক্তি দেখাচ্ছে শিডিউল ঠিক রাখতে তারা দ্রুত মৌসুম শুরু করবে।

সর্বশেষ খবর