বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

একাই ৪ রোনালদো

ক্রীড়া ডেস্ক

একাই ৪ রোনালদো

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে পর্তুগাল ইউরো কাপের বাছাইপর্বে লিথুনিয়ার বিপক্ষে জিতল ৫-১ ব্যবধানে। রোনালদো একাই করেছেন ৪ গোল (৭, ৬২, ৬৫ ও ৭৬)। রোনালদো এখন ইউরোপিয়ান বাছাই পর্ব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে এটা তার অষ্টম হ্যাটট্রিক। সবমিলিয়ে ক্যারিয়ারে ৫৪টি হ্যাটট্রিক করলেন তিনি! রোনালদো অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন। ফুটবলে প্রথম তারকা হিসেবে ৪০টি দেশের বিপক্ষে গোল করেছেন তিনি। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার পথেও ছুটছেন তুমুল গতিতে। ইরানের জার্সিতে ১০৯ গোল করা আলি দাইয়ির চেয়ে মাত্র ১৬ গোল পিছিয়ে আছেন রোনালদো (৯৩ গোল)। এদিকে ইউরো কাপ বাছাইপর্বে কসভোর বিপক্ষে খেলতে নেমে ঘাম ঝরানো জয় পেয়েছে গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ইংল্যান্ড (৫-৩)। জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। তারা ৩-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর