শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিষ্যদের ওপর বিরক্ত জেমি

ম্যাচ হারলেই সমালোচনার ঝড় ওঠে। ফুটবলে অনেক দিন পর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে। তবু ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলীয় কোচ থেকে সাবেক তারকা ফুটবলাররা। তাজিকিস্তানে ০-১ গোলে আফগানদের কাছে হেরে বুধবার দেশে ফিরে এসেছেন জামাল ভূঁইয়ারা। ১০ অক্টোবর ‘ই’ গ্রুপে বাংলাদেশ পরবর্তী ম্যাচ লড়বে কাতারের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে। ঘরের মাঠে ম্যাচ বলে কোচ জেমি ডে নতুন করে পরিকল্পনা আঁকছেন। এনিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথাও হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হেরেছে এক ভুলেই। সেট পিসে আফগান অধিনায়ক হেডে যে গোলটি করেছেন তা ডিফেন্ডাররা সতর্ক থাকলেই রক্ষা করা যেত। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা শেষ মুহূর্তে ফিক্সটাও ঠিকমতো করতে পারেন নি। এই গোল হজমে জেমি ডে বিরক্ত। তার কথা বড় একটা ভুলই সর্বনাশ ডেকে আনে। এরপরও ম্যাচটি ড্র করার সম্ভাবনা ছিল। যোগ করা সময়ে যেখানে টোকা মারলেই গোল তা মিস করেছেন প্রিমিয়ার লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা নাবিব নেওয়াজ জীবন। কোচের সময় নেওয়ায় ওরা জীবনকে ফাউল করে বসে। নিশ্চিত পেনাল্টি অথচ কিনা রেফারি তা এড়িয়ে যান। কোচ বলেছেন ভুল সংশোধন করে পরবর্তী ম্যাচে লড়তে হবে। ছেলেরা পুরোপুরি ফিট, এক ম্যাচ হারলেও এখনো ভালো করার সুযোগ রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর