শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় মুগ্ধ লি টাক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বসুন্ধরায় মুগ্ধ লি টাক

ঢাকা আবাহনীর জার্সিতে ২০১৬ সালে বাংলাদেশে খেলেছেন ইংলিশ ফুটবলার লি টাক। সে বছর আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। আবাহনী ছাড়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন লি টাক। এসেই তিনি জানালেন, বদলে যাওয়া বাংলাদেশ দেখে তিনি পুলক অনুভব করছেন। এমনকি বাংলাদেশের ডাক এলে এখানে আবার খেলতেও পারেন। পাশাপাশি নিজের পরিণত ফুটবলের কথা বললেন তিনি। লি টাক বলেন, ‘এখানে গত কয়েক বছরে ফুটবল অনেক বদলে গেছে। বিশেষ করে গত মৌসুমে বসুন্ধরা কিংস যে দুর্দান্ত ফুটবল খেলেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। পেশাদারিত্বের দিক দিয়েও অনেকটা এগিয়েছে এখন লিগ। ‘বসুন্ধরা কিংসে মুগ্ধ লি টাক বাংলাদেশ ও মালয়েশিয়ার ফুটবলের পার্থক্য টানতে গিয়ে বলেন, ‘মালয়েশিয়ান লিগে প্রতিযোগিতা অনেক বেশি। বাংলাদেশে যেমন দুই তিনটা ক্লাবই সব সময় ট্রফির জন্য লড়াই করে। ওখানে প্রতিটা টিমই সেরা। কে চ্যাম্পিয়ন হবে বলা কঠিন।‘ সেই লি টাক, বাংলাদেশে এসে দারুণ আনন্দিত। এখানে আগেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এবারও মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুর জার্সিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিততে চান। লি টাক বলেন, ‘বাংলাদেশে আমি আগেও চ্যাম্পিয়ন হয়েছি। এবারও হতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর