বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাইক্লোন ‘মাহা’র প্রভাবে রাজকোটে বৃষ্টি

ক্রীড়া প্রতিবেদক

সাইক্লোন ‘মাহা’ আজ গুজরাট উপকূলে আঘাত হানার কথা! মাহার প্রভাবে গতকাল বিকালেই রাজকোটে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। ভারতের আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজকোট থেকে প্রায় ১০০ কিলোমিটার মাহা আঘাত হানবে। তবে বিকালের দিকে প্রভাব কিছুটা কমে যাবে বলেও জানানো হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচ। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই!

তবে ম্যাচটি মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী আয়োজকরা। ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মিডিয়াকে জানিয়েছেন, টানা বৃষ্টি না হলে মাঠে গড়াবে বল। পানি নিষ্কাশন ব্যবস্থা দারুণ বলে আশা ছাড়ছেন না তারা।

সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি নিয়ে বেশ উদগ্রীব ভারতীয়রা। সমতা ফেরাতে মরিয়া রোহিত শর্মারা। তবে জয়ের জন্য মরিয়া বাংলাদেশও। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ভারতের মাটিতে সিরিজ জিতলে সৃষ্টি হবে নতুন ইতিহাস।

সর্বশেষ খবর