বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

সেমিফাইনালে ব্রাজিল-ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে ফেবারিট ব্রাজিল ও ফ্রান্স। গতকাল কোয়ার্টার ফাইনালে দুই দলই জয় পেয়েছে। তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে ইতালিকে। ব্রাজিলের পক্ষে গোল দুটি করেন প্যাট্রিক এবং পেগলো। ফরাসিরা কোয়ার্টার ফাইনালে গোল উৎসবই করল। তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনকে। ফ্রান্সের পক্ষে একটি করে গোল করেন কোয়াসি, এমবুকু, লিহাদজি, পেম্বেলে, রাটার এবং অচিচে। স্পেনের পক্ষে একমাত্র গোলটি করেন ভ্যালেরা। শুক্রবার ভোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-ব্রাজিল। এছাড়াও ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার গভীর রাতে মুখোমুখি হবে মেক্সিকো-নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে মেক্সিকো হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। অন্যদিকে নেদারল্যান্ডস হারিয়েছে প্যারাগুয়েকে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে নাইজেরিয়া। ব্রাজিল জিতেছে তিনবার। এছাড়া ঘানা ও মেক্সিকো দুবার করে এবং সোভিয়েত ইউনিয়ন, সৌদি আরব, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড একবার করে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয় করেছে। এবার সেমিফাইনালের চার দলের মধ্যে তিনটিই সাবেক চ্যাম্পিয়ন। কেবল নেদারল্যান্ডসই নতুন চ্যাম্পিয়ন হতে পারে। দেখা যাক, ডাচ তরুণরা এই বিশ্বকাপ জিততে পারে কি না!

সর্বশেষ খবর