শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৯৮৫ এসএ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন ভারত

এসএ গেমসের প্রথম আসরে ফুটবলে সোনা জিতেছিল নেপাল। নিজেদের মাটিতে তারা বাংলাদেশকে হারিয়েছিল। দ্বিতীয় আসরে সোনার পদক জিতে ভারত। এবারও বাংলাদেশ ফাইনালে খেলেছিল। তবে ভারতের সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। প্রথমবারের মতো এসএ গেমস ফুটবলে সোনার পদক জিতে ভারত। মোট ৩ বার এসএ গেমস ফুটবলে সোনা জিতেছে ভারতীয় দল।

 ১৯৮৭ সালে নেপালকে এবং ১৯৯৫ সালে বাংলাদেশকে হারিয়ে এসএ গেমস ফুটবলে সোনার পদক জয় করে তারা।

সর্বশেষ খবর