পাকিস্তান সফরে যেতে সমস্যা নেই। তবে টেস্ট সিরিজ খেলবে না বাংলাদেশ। গত রবিবার পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানির সঙ্গে বৈঠকের পর নিজেদের সিদ্ধান্ত বদলেছে বিসিবি। যে নিরাপত্তাহীনতার কথা বলে স্বল্প সময়ের জন্য সফর করতে চেয়েছিল, এখন ইউটার্ন দিয়ে পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। সফরে দুটি টেস্ট, তিনটি টি-২০ ছাড়াও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। যদিও ক্রিকেট দল সফর করবে তিন মাসে তিন ধাপে। গতকাল ‘মরু’ শহর দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বিসিবি ও পিসিবি সভাপতি ঐক্যমতে পৌঁছান। দুই সভাপতি বৈঠক করে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চলতি মাসে প্রথম ধাপে ২৪-২৭ জানুয়ারি টি-২০ সিরিজ খেলবে লাহোরে। এরপর টাইগাররা ফিরে আসবে ঢাকায়। ফেব্রুয়ারিতে রাওয়ালিপিন্ডি উড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ধাপে ৭-১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট খেলবে রাওয়ালপিন্ডিতে। টেস্ট খেলেই ক্রিকেটাররা ফিরবেন দেশে। তৃতীয় ধাপে বাংলাদেশ পাকিস্তান যাবে এপ্রিলে। এই ফাঁকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা চলবে দেশটিতে। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও টেস্ট খেলবে। ৩ এপ্রিল করাচিতে খেলবে সিরিজের একমাত্র ওয়ানডে। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। সফরের নতুন সূচি নিয়ে এহসান মানি বলেন, ‘ক্রিকেটের স্বার্থে দুটি টেস্ট খেলুড়ে দেশ ঐক্যমতে পৌঁছানোয় আমি খুশি হয়েছি।’ এজন্য পিসিবি সভাপতি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। পাপন বলেন, ‘আমাদের পরিস্থিতি বুঝার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই পিসিবি সভাপতিকে। দুই পক্ষের ঐক্যমতে সফরটি চূড়ান্ত রূপ পাওয়ায় আইসিসিকেও ধন্যবাদ।’
শিরোনাম
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
তিনবারে পাকিস্তান যাবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর