পাকিস্তান সফরে যেতে সমস্যা নেই। তবে টেস্ট সিরিজ খেলবে না বাংলাদেশ। গত রবিবার পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানির সঙ্গে বৈঠকের পর নিজেদের সিদ্ধান্ত বদলেছে বিসিবি। যে নিরাপত্তাহীনতার কথা বলে স্বল্প সময়ের জন্য সফর করতে চেয়েছিল, এখন ইউটার্ন দিয়ে পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। সফরে দুটি টেস্ট, তিনটি টি-২০ ছাড়াও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। যদিও ক্রিকেট দল সফর করবে তিন মাসে তিন ধাপে। গতকাল ‘মরু’ শহর দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বিসিবি ও পিসিবি সভাপতি ঐক্যমতে পৌঁছান। দুই সভাপতি বৈঠক করে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চলতি মাসে প্রথম ধাপে ২৪-২৭ জানুয়ারি টি-২০ সিরিজ খেলবে লাহোরে। এরপর টাইগাররা ফিরে আসবে ঢাকায়। ফেব্রুয়ারিতে রাওয়ালিপিন্ডি উড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ধাপে ৭-১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট খেলবে রাওয়ালপিন্ডিতে। টেস্ট খেলেই ক্রিকেটাররা ফিরবেন দেশে। তৃতীয় ধাপে বাংলাদেশ পাকিস্তান যাবে এপ্রিলে। এই ফাঁকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা চলবে দেশটিতে। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও টেস্ট খেলবে। ৩ এপ্রিল করাচিতে খেলবে সিরিজের একমাত্র ওয়ানডে। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। সফরের নতুন সূচি নিয়ে এহসান মানি বলেন, ‘ক্রিকেটের স্বার্থে দুটি টেস্ট খেলুড়ে দেশ ঐক্যমতে পৌঁছানোয় আমি খুশি হয়েছি।’ এজন্য পিসিবি সভাপতি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। পাপন বলেন, ‘আমাদের পরিস্থিতি বুঝার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই পিসিবি সভাপতিকে। দুই পক্ষের ঐক্যমতে সফরটি চূড়ান্ত রূপ পাওয়ায় আইসিসিকেও ধন্যবাদ।’
শিরোনাম
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
তিনবারে পাকিস্তান যাবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর