পাকিস্তান সফরে যেতে সমস্যা নেই। তবে টেস্ট সিরিজ খেলবে না বাংলাদেশ। গত রবিবার পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানির সঙ্গে বৈঠকের পর নিজেদের সিদ্ধান্ত বদলেছে বিসিবি। যে নিরাপত্তাহীনতার কথা বলে স্বল্প সময়ের জন্য সফর
করতে চেয়েছিল, এখন ইউটার্ন দিয়ে পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। সফরে দুটি টেস্ট, তিনটি টি-২০ ছাড়াও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। যদিও ক্রিকেট দল সফর করবে তিন মাসে তিন ধাপে। গতকাল ‘মরু’ শহর দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বিসিবি ও পিসিবি সভাপতি ঐক্যমতে পৌঁছান। দুই সভাপতি বৈঠক করে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চলতি মাসে প্রথম ধাপে ২৪-২৭ জানুয়ারি টি-২০ সিরিজ খেলবে লাহোরে। এরপর টাইগাররা ফিরে আসবে ঢাকায়। ফেব্রুয়ারিতে রাওয়ালিপিন্ডি উড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ধাপে ৭-১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট খেলবে রাওয়ালপিন্ডিতে। টেস্ট খেলেই ক্রিকেটাররা ফিরবেন দেশে। তৃতীয় ধাপে বাংলাদেশ পাকিস্তান যাবে এপ্রিলে। এই ফাঁকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা চলবে দেশটিতে। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও টেস্ট খেলবে। ৩ এপ্রিল করাচিতে খেলবে সিরিজের একমাত্র ওয়ানডে। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। সফরের নতুন সূচি নিয়ে এহসান মানি বলেন, ‘ক্রিকেটের স্বার্থে দুটি টেস্ট খেলুড়ে দেশ ঐক্যমতে পৌঁছানোয় আমি খুশি হয়েছি।’ এজন্য পিসিবি সভাপতি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। পাপন বলেন, ‘আমাদের পরিস্থিতি বুঝার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই পিসিবি সভাপতিকে। দুই পক্ষের ঐক্যমতে সফরটি চূড়ান্ত রূপ পাওয়ায় আইসিসিকেও ধন্যবাদ।’
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
তিনবারে পাকিস্তান যাবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর